<p>প্রাণিজগতের রীতিনীতিগুলো বড় অদ্ভুত। মাকড়সার কথাই ভাবুন, নিজেরা বেঁচে থাকতে এরা জাল বোনে। জালে আটকে পড়া প্রাণীদের শরীরের রক্ত-মাংস শুষে নিতে মোটেও পিছপা হয় না মাকড়সারা। কিন্তু যখন নিজে সন্তান ধারণ করে, সন্তানদের বাঁচাতে আত্মবলি দেয় মা মাকড়সারা।</p> <p>অবশ্য সব প্রজাতির মাকড়সার ক্ষেত্রেই এমনটা ঘটে, তা নয়। তবে বেশ কিছু প্রজাতির মাকড়সার ছানারা বেড়েই ওঠে মায়ের রক্ত-মাংস খেয়ে। মা-ও ছানাদের খাবারে পরিণত হতে বিন্দুমাত্র আপত্তি করে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের পা ছিল, দেখে নিন তার চিহ্ন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730354433-af42203ff21973f5d49662b8e7d7fa95.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের পা ছিল, দেখে নিন তার চিহ্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441122" target="_blank"> </a></div> </div> <p>ব্ল্যাক উইডো প্রজাতির মাকড়সারা এ ধরনের আত্মত্যাগ করে। এ প্রজাতির মা মাকড়সা ডিম পাড়ার পর সেগুলোকে খুব যত্ন নিয়ে আগলে রাখে। ডিম ফুটে যখন ছোট ছোট ছানারা বের হয়, তখন তাদের খাবারের প্রয়োজন হয়।</p> <p>ছানাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা এই মাকড়সারা করতে পারে না। তখন ক্ষুধার্ত ছানারা জীবিত মায়ের শরীরটাকেই বেছে নেয় খাদ্য হিসেবে। অবশ্য মায়েরা সুস্থ-সবল হলে প্রতিরোধ করত কি না কে জানে, ছানারা যখন মাকে খেতে উদ্যত হয়, তখন আসলে মায়ের যাই-যাই অবস্থা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে ছোট সাপ কোনটি?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730290093-71efaa44323ee15e97db8efa586c4fba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে ছোট সাপ কোনটি?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440872" target="_blank"> </a></div> </div> <p>আসলে এ ধরনের মাকড়সাদের জীবনচক্রই এভাবে নির্ধারিত। এদের পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো সন্তান জন্ম দিয়ে নিজেদের প্রজাতিটিকে পৃথিবীতে টিকিয়ে রাখা। আর একবার সন্তান জন্ম দেওয়ার পর পৃথিবীতে মায়ের প্রয়োজন ফুরোয়। অন্যদিকে ডিম পাড়ার পর মা মাকড়সার শক্তি ক্ষয় হতে শুরু করে।</p> <p>এতটাই শক্তি ব্যয় হয়, তার জীবনীশক্তি প্রায় ফুরিয়ে আসে। সন্তানের জন্য খাবার সংগ্রহ করার মতো শক্তিও তার থাকে না। সেই দুর্বল ক্ষয়িষ্ণু দেহের মা মাকড়সা এমনিতেও মারা যেত। ক্ষুধার্ত সন্তানরা মাকে খেয়ে মৃত্যুটাকে ত্বরান্বিত করে। মায়ের দেহ থেকে এরা পর্যাপ্ত পুষ্টি পায়। তাতেই বেড়ে ওঠে। এক সময়, নিজেই নিজের শিকার ধরে খেতে শিখে যায়।</p> <p>যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট ইউনিভার্সিটি গবেষক ড. রবার্ট স্মিথের নেতৃত্বে একদল গবেষক একটা গবেষণা চালান। তারা আসলে প্রকৃতির বিশেষ নিয়মে মাতৃদেহ উৎসর্গ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করেন। গবেষণার ফলাফলে দেখা যায়, মা মাকড়সা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে প্রকৃতির এক নিখুঁত নিয়মের অনুসরণ করছে। সেই নিয়মটা হলো নিজের প্রজাতিটিকে টিকিয়ে রাখা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাকড়সার জাল এত শক্ত কেন হয়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/15/1721052032-9a3c2308d0189615d2af48726771377d.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাকড়সার জাল এত শক্ত কেন হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/07/15/1406822" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730114214-c6bd8388fd80d95347dd07b6a2d62116.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/28/1440088" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>আসলে প্রাণিজগতে এই ঘটনা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেই ঘটে। এ জন্য সন্তানদের যেমন নিষ্ঠুর বলা চলে না, তেমনি আত্মদানের পেছনে সচেতনভাবে মায়ের মহৎ চিন্তা আছে—এমনটা ভাবা। এটা আসলে পৃথিবীতে টিকে থাকার মাকড়সাদের একটি প্রাকৃতিক কৌশল।</p> <p>সূত্র : বিবিসি ফোকাস<br />  </p>