ঢাকা, বুধবার ০৫ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ০৫ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার মাঠ সংলগ্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে নতুন কম্বল পেয়ে আনন্দিত জামালগঞ্জের দরিদ্র জনগণ। তারা কৃতজ্ঞতা জানিয়ে বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম। তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহায়তায় জামালগঞ্জের দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটছে। এই মহতী কাজে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’

কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালমা আক্তার বলেন, ‘আজ বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।

আরেক শীতার্ত রোকেয়া বেগম বলেন, ‘আমাদের এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। তাদের এই সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।’
 
কম্বল পেয়ে আলী হোসেন নামে এক প্রতিবন্ধী বলেন, "আপনেগো আল্লায় ভালো করবো। এই শীতে কেউ আমাদের খবর নেয় নাই।

 আপনারা আমাদের যে কম্বল দিলেন তাতে শীতে  কষ্ট অইবো না।"

মাসক আলী নামে আরেক প্রতিবন্ধী বলেন, "আমগোরে খোঁজ কেউ নেয় নাই।  আপনারা আমাগো খোঁজ খবর জাইনা কম্বল দিছেন। আপনাগো ধন্যবাদ জানানোর ভাষা নাই আমার কাছে। "

স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, ‘আমাদের অসহায় ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ।

তারা যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যান, এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফালগুনী টিভির জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সহসভাপতি সাইফ উল্লাহ, বাপ্পী বর্মণ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, চায়না বেগম, মমতাজ বেগম, রবিউল আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবি আক্তার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, সহ ক্রীড়া সম্পাদক লতিফা আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মরম আলী, কার্যকরী সদস্য জাকারিয়া, লাকী আক্তার, তাহেরা খাতুন শাপলা আক্তার, রাহুল মিয়া, পুঁজা রানী দাস, তাসিন আলম, সুহেনা আক্তার, নুরেজা বেগম প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাথরঘাটায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাথরঘাটায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ
১৫ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। ছবি : কালের কণ্ঠ

বরগুনার পাথরঘাটা উপজেলা বসুন্ধরা শুভসংঘ ১৫ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। আজ সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় ও কালের কণ্ঠ পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান।

আরো পড়ুন
বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি, কমতে পারে যেসব পণ্যের দাম

বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি, কমতে পারে যেসব পণ্যের দাম

 

এ সময় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পাথরঘাটা সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সমাজসেবক মেহেদী শিকদার, পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম ও প্রশিক্ষক মোসা. রেকছোনা ইয়াসমিন।

সেলাই প্রশিক্ষণে পাথরঘাটা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায়, অতিদরিদ্র ও অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ নিতে আসা মর্জিনা বেগম বলেন, ‘আমার স্বামী ২০১৮ সালে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। আমি এক ছেলেসহ অতি কষ্টে দিন যাপন করছি। সেলাই প্রশিক্ষণ পেয়ে বাড়িতে বসে কাজ করে স্বাবলম্বী হবো।

বসুন্ধরা শুভসংঘ যাচাই-বাছাই করে আমার নামটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এজন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।’

আরো পড়ুন
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সহমর্মিতার ইফতার

সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সহমর্মিতার ইফতার

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী আকলিমা আক্তার বলেন, ‘আমি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেলাই মেশিন দিয়ে গ্রামের মানুষের জামা কাপড়সহ অন্যান্য পোশাক তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।’

প্রধান অতিথি রোকনুজ্জামান খান বলেন, ‘আমি যতটুকু দেখলাম হতদরিদ্রের তালিকাভুক্ত করা হয়েছে।

আশা করছি যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা স্বাবলম্বী হবেন।’

মন্তব্য

সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সহমর্মিতার ইফতার

মুসাফির ইমরান
মুসাফির ইমরান
শেয়ার
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সহমর্মিতার ইফতার
ছবি: কালের কণ্ঠ

আলেয়া, বয়স ৬। পরনে পুরনো জামা। থাকে গাজীপুর মহানগরের একটি বস্তিতে, বাবা রিকশাচালক। ২ মার্চ ঢাকা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সহমর্মিতার ইফতার অনুষ্ঠানে এসে সে জানায়, তার দুটি ইফতারি লাগবে।

দুটি কেন? সে বলে, মা অসুস্থ। কাজে যেতে পারছেন না দুই দিন। অতিরিক্ত একটি ইফতারি নিলে তিনিও খেতে পারবেন।

৯ বছর বয়সী নাজমুল।

এখন ঢাকা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পানি বিক্রি করে, থাকে আবুর বস্তিতে। বাবা দিন মজুর। সে জানায়, সারা বছর ঠিকমতো খেতে পায় না। রোজা এলে অনেকেই ইফতারি দেন, সে ভালো খাবার খেতে পারে।
ইফতারি দেওয়ায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায় নাজমুল।

গতকাল রবিবার প্রথম রমজানে আলেয়া ও নাজমুলের মতো এমন অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু, দরিদ্র মানুষ, ভিক্ষুক ও স্টেশনে অবস্থান করা হকারদের নিয়ে সহমর্মিতার ইফতার আয়োজন করে গাজীপুর জেলা শাখার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, জেরিন, শ্যামল, হারুন, প্রত্যয় ভট্টাচার্য, জয়, বিপ্লব, জয়, খাইরুল, কাউছার প্রমুখ। 

আয়োজনের প্রশংসা করে সমাজকর্মী আলী হাসান বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগগুলো অনন্য। আমার দেখা সামাজিক কাজের এমন নজির আর কোনো সংগঠনের নেই।

আমাদের এসব কাজ সারা দেশে আরো বেশি করে যেতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার করার যে উদ্যোগ, তার জন্য গাজীপুর জেলা শাখার বন্ধুদের সাধুবাদ জানাই।

গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান ইফতার আয়োজনটি সফল করায় বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার বন্ধুদের ধন্যবাদ জানান। 

তিনি বলেন, রমজানের প্রথম দিনটিতে মানুষের পাশে থাকতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজগুলো আমাদের মনে আনন্দ আর আত্মতৃপ্তি দেয়। মানবিক কাজের চর্চার মাধ্যমে সমাজ তথা দেশকে ইতিবাচক পরিবর্তন কবার জন্য আমাদের যে প্রচেষ্টা তা অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদপুরে মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদপুরে মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ
চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ছবি : কালের কণ্ঠ

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষা সহায়ক নানা প্রকার অনুষঙ্গ পেয়ে খুব খুশি এবং উচ্ছ্বসিত এসব ক্ষুদে শিশু শিক্ষার্থী।

আজ সোমবার (৩ মার্চ) সকালে চাঁদপুর শহরের জিটি সড়কের আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন।

আরো পড়ুন
অস্কার আসেনি প্রিয়াঙ্কার ঝুলিতে, কোন ছবির কাছে হারল ‘অনুজা’?

অস্কার আসেনি প্রিয়াঙ্কার ঝুলিতে, কোন ছবির কাছে হারল ‘অনুজা’?

 

তিনি বলেন, ‘শুভ কাজে সবার মাঝে- এমন স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ যেসব কাজ করছে তারমধ্যে এসব ক্ষুদে শিক্ষার্থী যারা মাদরাসায় পড়াশোনা করছে, তাদের মাঝে শিক্ষার সঙ্গে অতিগুরুত্বপূর্ণ অনুষঙ্গ শিক্ষা উপকরণ দেওয়া হয়। আগামী দিনেও এমন ভালো এবং মানবিক চালিয়ে যাওয়ার ঘোষণা প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন ছাড়াও এতে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান উজ্জ্বল হোসাইন।

মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠ চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ।

শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব বক্তারা বলেন, মাদরাসার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো উৎসাহিত হবে। মানবিক কাজে সংগঠনের প্রশংসনীয় কর্মসূচি।

শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড। এ ধরনের কর্মসূচি শিশুদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে। আরো বড় পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 

এ সময় বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সহসভাপতি হুমায়ুন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মনির হোসেন,  কার্যকরী সদস্য শিল্পী সেন, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান গাজী বসুন্ধরা শুভসংঘের এমন মহতি উদ্যোগকে ধন্যবাদ এবং তার মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন
প্রকাশ্যে ধূমপান অপরাধ, আইনে কী আছে?

প্রকাশ্যে ধূমপান অপরাধ, আইনে কী আছে?

 

এই অনুষ্ঠানে আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শিক্ষা উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে টিফিন বক্স, জ্যামিত বক্স, পানির ফ্লাক্স, খাতা, পেন্সিল, রাবার প্রভৃতি।

মন্তব্য

ঈশ্বরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রমজানের ক্যালেন্ডার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ঈশ্বরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রমজানের ক্যালেন্ডার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

মাহে রমজানের শুরুতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোজার সময়সূচিসহ বছরের ক্যালেন্ডার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। শনি ও রবিবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষকরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন একটি ক্যালেন্ডার তাদের খুবই কাজে আসবে। এই ক্যালেন্ডারে একদিকে যেমন পুরো ৩০ রোজার সময় ছাড়াও ইফতার ও সাহরির সময় রয়েছে, তেমনি রয়েছে পুরো একটি বছরের দিন-তারিখ।

সেই সঙ্গে রয়েছে সরকার ঘোষিত বন্ধ ছাড়াও বিশেষ বন্ধের দিন।

ক্যালেন্ডার বিতরণে ছিলেন ঈশ্বরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের সভাপতি আহসানুল হক দিদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তুফা আমির ফয়সাল ও ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ