<p>মঞ্চটা প্রস্তুতই ছিল। উইম্বলডনের ফাইনালে যিনিই জিতবেন তিনিই হবেন নতুন রানি। সেই সুযোগটা কাজে লাগালেন বারবোরা ক্রেচিকোভা।</p> <p>নারী এককের ফাইনালের প্রতিপক্ষ জেসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি হয়েছেন ক্রেচিকোভা। উইম্বলডনের প্রথম হলেও চেক রিপাবলিকের নারী টেনিস তারকার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। ২০২১ ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। </p> <p>সেন্টার কোর্টে আজ দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছেন দুই ফাইনালিস্ট। প্রথম সেটে ৬-২ ব্যবধানে ক্রেচিকোভার কাছে পাত্তা না পাওয়া পাওলিনি দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেটে সমান ৬-২ ব্যবধানে জিতে প্রতিপক্ষকে যেন জবাবই দিলেন তিনি চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়।</p> <p>তবে ম্যাচ তৃতীয় সেটে নিয়ে গেলেও শেষে আর চ্যাম্পিয়ন হতে পারেননি পাওলিনি। তবে হারার আগে সহজে হার মানেননি ইতালিয়ান টেনিস তারকা। ক্রেচিকোভা দুইবার চ্যাম্পিয়নশিপের সুযোগ পেলেও তাকে বাধ্য করেছেন তৃতীয় চ্যাম্পিয়নশিপে যেতে। শেষ সেটে ৬-৪ ব্যবধানে হেরে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন তাই অধরাই থেকে গেল পাওলিনির। সবশেষ ফ্রেঞ্চ ওপেনেও তাকে খালি হাতে ফিরতে হয়েছিল।</p>