<p>বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভির আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিংয়ে এ ঘোষণা দেন তারা।</p> <p>নাদেল হলেন ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মৌলভীবাজার-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং তানভির আহমেদ টিটু হলেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের শ্যালক।</p> <p>নাজমুল হাসান পাপন বোর্ডপ্রধানের পদ থেকে পদত্যাগ করলেও এ বোর্ডে যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ও সম্পৃক্ত তারা আর বোর্ডে আসেননি।</p> <p>এদের মধ্যে আছেন আ জ ম নাছির, নাইমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, শফিউল আল চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভির আহমেদ টিটু, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের প্রমুখ পরিচালক।</p> <p>যতদূর জানা গেছে, তারা যোগাযোগও করেননি। আবার বোর্ডে ফিরবেন, সে সম্ভাবনাও কম। এ ছাড়া চার পরিচালক ছুটি চেয়ে আবেদন করে রেখেছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে।</p> <p>শুধু মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন ও মঞ্জুর আলমরা বোর্ডে আসছেন। ধরেই নেওয়া হচ্ছে, এ কয়জন পরিচালকই ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডে থেকে যাবেন।</p>