<p style="text-align:justify">হ্যাটট্রিক করাকে যেন নৈমিত্তিক কাজ বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগের এই মৌসুমে তিন ম্যাচে করেছেন টানা দুই হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে গতকাল রাতে ওয়েস্ট হামের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক।</p> <p style="text-align:justify">প্রথম ম্যাচে এক গোলের পর দ্বিতীয় ম্যাচে আইপস উইচ টাউনের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। এবার ওয়েস্ট হামের বিপক্ষেও করলেন তিন গোল।  প্রিমিয়ার লিগে এটি হালান্ডের অষ্টম হ্যাটট্রিক। আর সব মিলিয়ে তার হ্যাটট্রিক এখন ২৩টি।</p> <p style="text-align:justify">প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করায় সিটি স্ট্রাইকার এখন যৌথভাবে চতুর্থ স্থানে। আর পাঁচটি হলে সবাইকে ছাড়িয়ে এই তালিকার শীর্ষে উঠে যাবেন তিনি। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক করা সার্জিও আগুয়েরো (১২), অ্যালেন শিয়ারার (১১) ও রবি ফাউলার (৯)। প্রথম ৩ ম্যাচে ২ হ্যাটট্রিক করা হালান্ড যদি এই মৌসুমে আগুয়েরোকে ছাড়িয়ে যান খুব অবাক করার মতো কিছু হবে না।</p> <p style="text-align:justify">২৩টি হ্যাটট্রিক করতে হালান্ডের লেগেছে ২৫১ ম্যাচে। ২১ শতকে হ্যাটট্রিকের তালিকায় হলান্ডের অবস্থান এখন ৫ নম্বরে। ক্রিস্টিয়ানো রোনালদো (৬০),  লিওনেল মেসি (৫৭), রবার্ট লেভানডফস্কি (৩২) ও সুয়ারেজ (২৯)। তবে হালান্ড যেভাবে এগোচ্ছে বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে হ্যাটট্রিকে ছাড়িয়ে যেতে পারেন রোনালদো ও মেসিকেও।</p>