<p>দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গেছে আর্জেন্টিনা। ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে যাওয়ায় নিজেকে সামলাতে পারেনি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে টেলিভিশন ক্যামেরায় আঘাত করে বসেন তিনি।</p> <p>ঘটনাটি ঘটে ম্যাচের শেষে মার্টিনেজ যখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন।  তখনই তার সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন, তার হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে।</p> <p>আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে, বিতর্কিত পেনাল্টির কারণে ক্ষিপ্ত ছিলেন মার্টিনেজ। তাই তিনি এমন কান্ড ঘটিয়েছেন। এ ছাড়া নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট ছিলেন না তিনি।</p> <p>ম্যাচটি আর্জেন্টিনা হেরে গেছে ২-১ ব্যবধানে। গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের পর ১২ ম্যাচ অপরাজিত ছিলেন তারা।  এবার হেরে গেল কলম্বিয়ার কাছে। </p>