<p>উত্তর-পূর্ব স্পেনের জারাগোজার কাছে একটি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টায় উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের জারাগোজা শহর থেকে ১৮ মাইল দূরে ‘জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা’ বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। জরুরি পরিষেবাগুলো এ ঘটনা নিশ্চিত করেছে। </p> <p>এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছুদিন আগেই পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলে বিধ্বংসী বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।</p> <p>এ ঘটনার সময় বৃদ্ধাশ্রমে ৮২ জন বসবাস করছিলেন। স্থানীয় প্রতিবেদন অনুসারে, কেন্দ্রটি ১৬ বছর আগে বৃদ্ধাশ্রম হিসেবে চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের যত্নের জন্য বিশেষায়িত কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।</p> <p>প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করে লেখেন, তিনি ‘দুঃখিত ও শোকাহত’। </p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জারাগোজার রাজধানী আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান হোর্হে আজকন লিখেছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জারাগোজা অঞ্চলের সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়ছে। </p> <p>সূত্র : বিবিসি<br />  </p>