<p>নারায়ণগঞ্জ শহরের কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করেছে জামায়াত ইসলামী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার মহানগর জামায়াত ইসলামীর কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। </p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, ‘যদি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এ রকম দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পাশে থাকবে। সকলকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে হবে। দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। দেশ ভালো না থাকলে কেউই ভালো থাকবে না।’ </p> <p>নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, জেলা আমীর মাওলানা মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ আরো অনেক নেতাকর্মী। </p> <p>গত ৭ অক্টোবর গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকার মশলা ও মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ টি দোকান পুড়ে যায়।</p>