<p>সাকিব আল হাসানকে টেস্ট থেকে বাদ দেওয়া দাবি তুলে গতকাল আন্দোলন করেছিল সাকিববিরোধীরা। ‘মিরপুর ছাত্র-জনতার’ ব্যানারে গতকাল বিক্ষোভকারীরা বিসিবির সভাপতি বরাবর স্মারকলিপিও দিয়েছিল। আজ সেই মিরপুরেই সাকিবের পক্ষে আন্দোলন করেন সাকিব-ভক্তরা।</p> <p>ক্যারিয়ারের শেষ টেস্ট দেশে খেলেই বিদায় নিক সাকিব, এমনটাই চাওয়া সাকিবিয়ানদের। সেই দাবিতেই দুপুরে বিক্ষোভ করেন তারা। ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ ব্যানারে স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে সাকিবের নাম ধরে স্লোগান দেন সমর্থকরা। তাদের হাত থাকা ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না।’</p> <p>তবে তাদের সেই চাওয়া পূরণ হয়নি। আজ সাকিবকে টেস্ট দল থেকে বাদ দিয়ে স্পিনার মুরাদ হাসানকে দলে নিয়েছে বিসিবি। এর আগে মিরপুর টেস্ট খেলতেই বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন সাকিব। তবে দুবাইয়ে এসে থামতে হয় তাকে। সেখান থেকেই তাকে ইউটার্ন নিতে হয়। নিরাপত্তার কারণে তাকে দেশে আসতে মানা করা হয়। নিজেই আর এখন দেশে আসবেন না বলে জানিয়ে দেন তিনি।</p>