<p>রাউজানে এক স্কুলশিক্ষকের বাড়িতে গিয়ে তার ওপর হামলার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার গহিরা মোবারকখীল গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>হামলায় আহত শফিকুল মুনির (৩২) উপজেলার রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা মুহাম্মদ নোমানের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কখন নির্বাচন দেবে সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729254946-08f7b915348b1f31d9ba88f2bc396ac3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কখন নির্বাচন দেবে সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436473" target="_blank"> </a></div> </div> <p>ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, জুমার নামাজের পর হঠাৎ একদল দুর্বৃত্ত বাড়ির উঠানে এসে গালমন্দ করছিল। এ সময় শফিকুল বের হলে তাকে লাটিসোঁটা এবং রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা।<br />  <br /> স্থানীয়রা জানিয়েছে, শফিকুল আলম ঘর থেকে বের হলে তাকে ধরে বেধড়ক মারধর করতে থাকে একদল দুবৃর্ত্ত। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বায়তুল মুকাররমের নতুন খতিবকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729256032-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বায়তুল মোকাররমের নতুন খতিবকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/18/1436479" target="_blank"> </a></div> </div> <p>হামলার বিষয়ে শফিকুল আলম বলেন ‘আমি কোনো রাজনীতি করি না, শিক্ষকতা করি। আমার ওপর কেন হামলা করা হলো, বুঝতে পারছি না।’<br />  <br /> রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p>