<p>চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমোদন না নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ নভেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইনামুল হাছানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।</p> <p>অভিযানে উপজেলার চুনতি ইউনিয়নে মাম্মি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে ২ লাখ টাকা এবং চুনতির বনপুকুর এলাকার শুকতারা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবুল আলা সিদ্দিকীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।</p> <p>লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, সিলিন্ডার বিক্রি ও মজুতে সরকারি নীতিমালা অনুসারে ট্রেড লাইসেন্স, বিস্ফোরক অধিদপ্তরের সনদ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই তা মানছেন না। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।</p> <p>এ সময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। </p>