<p>বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর ওপর অভিমান করে আতোয়ার রহমান (৫৭) নামের এক ব্যক্তির আত্মহননের অভিযোগ উঠেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদিঘী গ্রামের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার ওই গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজ শেষ করে বুধবার সকাল ১০টার দিকে আতোয়ার বাড়িতে ফিরে আসেন। এরপর স্ত্রীর কাছে ভাত খেতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে দড়ি টাঙিয়ে গলায় ফাঁস নেন। তার স্ত্রী ভাত নিয়ে প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আতোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘টাকা দিলে সব ভুল ঠিক হয়ে যায় নিমেষেই’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732113010-131be5238fe61a3716c0379bb33150a8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘টাকা দিলে সব ভুল ঠিক হয়ে যায় নিমেষেই’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448827" target="_blank"> </a></div> </div> <p>আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।</p>