<p>নতুন ফুটবল মৌসুম মাঠে গড়াচ্ছে আগামীকাল। তার আগে গতকাল ফেডারেশন কাপের ড্রয়ের মাঝে ঘোষণা করা হলো গত প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়েরর নাম। বসুন্ধরা কিংসের রাকিব হোসেন জিতেছেন সেই পুরস্কার। কিংসের ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল তার। বিদেশিদের ভিড়েও আলো ছড়িয়েছেন। ১০ গোল করে স্থানীয়দের মধ্যে ছিলেন সর্বোচ্চ গোলদাতা, সব মিলিয়ে চতুর্থ।</p> <p>১৯ গোল করা আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্ট জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। স্টুয়ার্ট এ মৌসুমে অবশ্য কোনো দলেই নেই। রাকিবও সশরীরে গতকাল পুরস্কার নেননি। এ ধরনের পুরস্কারগুলো দেওয়ার জন্য অনেক দিন ধরেই অ্যাওয়ার্ড নাইটের কথা বলা হচ্ছে। কিন্তু এখনো তা বাস্তবে রূপ পায়নি। গতকাল বাফুফের কনফারেন্স রুমে ছোট্ট আয়োজনে নামগুলো ঘোষণা করা হয়েছে।</p> <p style="text-align:center"><img alt="55" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/বসুন্ধরা.jpg" width="1000" /></p> <p>সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশ পুলিশ এফসির আহসান হাবিব, সেরা কোচও হয়েছেন লিগে চতুর্থ হওয়া পুলিশের কোচ আরিস্টিকা চিওভা। এদিকে আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ মৌসুমের ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে মোহামেডান ও আবাহনী। এই গ্রুপের অন্য দলগুলো হলো চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়াংমেন্স।</p> <p>‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গী পুলিশ, ফর্টিস, ব্রাদার্স ও ওয়ান্ডারার্স। কুমিল্লা, ময়মনসিংহ ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে খেলা। টুর্নামেন্টের স্পন্সর বসুন্ধরা গ্রুপ।</p>