<p>তুরস্কে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় প্রদেশ আকসারায়ে একটি বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>গভর্নর মেহমেত আলি কুম্বুজোগ্লু সাংবাদিকদের বলেছেন, আকসারে-আংকারা মোটরওয়েতে ঠিক কী কারণে বাসটি উল্টে গেলো তা স্পষ্ট নয়। তবে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্তও শুরু হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729255578-4a092f9e272a6abdd594ad6428952f26.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/18/1436478" target="_blank"> </a></div> </div> <p>যাত্রীবাহী বাসটি পশ্চিমাঞ্চলীয় বালিকেসি প্রদেশ থেকে মধ্য তুরস্কের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাপ্পাডোসিয়া অঞ্চলের দিকে যাচ্ছিল। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।</p>