<p>ঢাকা মেট্রোরেলে একটি বগির ভেতরে বমি করার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সাব্বির খান নামক এক যাত্রী মেট্রোরেলের প্যাসেঞ্জার কমিউনিটি গ্রুপে একটি ছবি পোস্ট করে জানান, মাকে নিয়ে ডাক্তার দেখানোর পর মেট্রোতে উঠলে বমির দৃশ্য তার চোখে পড়ে। তার দাবি, ট্রেনটি উত্তরায় পৌঁছানোর সময়ই ড্রাইভার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসা উচিত ছিল এবং পরবর্তী ট্রিপ শুরুর আগে সেটি পরিষ্কার করা জরুরি ছিল। তবে তা না করায় যাত্রীরা বেশ বিপাকে পড়েন।</p> <p>সাব্বির পোস্টে আরও উল্লেখ করেন, ট্রেনের ভেতরে থাকা ময়লার কারণে এক বয়স্ক যাত্রী পিছলে পড়েন এবং পরবর্তী স্টেশনগুলোতেও এই বমির কারণে ভোগান্তির মুখোমুখি হতে হয় অনেক যাত্রীকে। তিনি বলেন, মাত্র পাঁচ মিনিটের পরিচ্ছন্নতামূলক কাজেই এ সমস্যার সমাধান করা যেত, কিন্তু তা হয়নি। যাত্রীদের মধ্যে অনেকে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং মেট্রোরেল কর্তৃপক্ষকে অবিলম্বে এ ধরনের ঘটনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।</p> <p>তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, কেউ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেন না, অসুস্থতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে। তবে, মেট্রোরেলের মতো একটি গুরুত্বপূর্ণ পরিবহনের সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। মেট্রোরেল যাত্রীদের জন্য, তাই যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।</p> <p>এ ঘটনায় মেট্রোরেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক যাত্রীই আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনাগুলো দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষ আরও তৎপর হবে, যাতে যাত্রাপথে যাত্রীরা এমন দুর্ভোগে না পড়েন।</p> <p>রেদওয়ান শুভ লিখেছেন, কর্তৃপক্ষকে জানানো সাপেক্ষে এসব সমস্যাগুলোর তৎক্ষণাৎ সমাধান জরুরি। আর এটা ঠিক যে কেউ ইচ্ছা করে তো আর এটা করবে না। কারো শরীর অসুস্থ থাকতে পারে। মেট্রোরেল মানুষের জন্যই, মানুষ মেট্রোরেলের জন্য নয়।</p> <p>তানভির আশরাফি লিখেছেন, ক্লিনিং ডিপার্টমেন্ট কি করে!</p> <p>ইমতিয়াজ হোসেন লিখেছেন, বিষয়টা দুঃখজনক।</p> <p>আনছুর আলম লিখেছেন, বাংলাদেশের মেট্রোতে ড্রাইভার আছে?.... আর ক্লিনিং ডিপার্টমেন্ট সক্রিয় না, তাই এই অবস্থা।</p> <p>কাজী ইফতি লিখেছেন, ষড়যন্ত্র।</p> <p>শেখ রুবাইতা লিখেছেন, অসুস্থ কেউ বমি করতেই পারেন৷ পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা লোকেদের এটা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা উচিত ছিল।</p> <p>খান শামসুল আলম লিখেছেন, বিষয়টা কর্তৃপক্ষ গুরুত্ব দেবেন আশা করি।</p> <p>আফসানা রহমান শিপ্রা লিখেছেন, কর্তৃপক্ষের উচিত তৎক্ষণাৎ পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া।</p> <p>আবুল মনসুর খান লিখেছেন, সাধারণত এরকম তো হয় না। অবশ্যই জানানো উচিত।</p> <p>আরিয়ান মাহবুব সাজ্জাদ লিখেছেন, এত টাকার মেট্রোরেল বানালো, কিন্তু কয়েক হাজার টাকা দিয়ে কি কর্মচারী রাখতে পারে না? এবং যারা বলছে যিনি বমি করেছেন, উনি পরিষ্কার করা উচিত, আচ্ছা এদের ব্রেন কি টয়লেট করার সময় ট্যাংকে চলে গেছে?</p> <p>রফিকুল ইসলাম লিখেছেন, অসুস্থ ছিলেন বোঝা যায়, কিন্তু কোনো চিন্তা ছিল না যে বমি হলে পরিবেশ কি হবে। এই দেশে এখন বেশি দেখা যায়। সচেতন না হলে পাশের মানুষের সমস্যা হবে।</p> <p>মামুন পাশা লিখেছেন, মেট্রোরেলের ক্লিনার রাখা উচিত।<br />  </p>