<p>জ্বরের কারণে গতকাল অনুশীলন করেননিব অধিনায়ক সাবিনা খাতুন। তাতে আজ সেমিফাইনালে তার খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে শঙ্কা দূর করে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে নিয়েই নামছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শুরু থেকেই খেলবেন তিনি। একাদশে ফিরেছে স্ট্রাইকার মোছাম্মৎ সাগরিকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শান মাসুদকে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে শাস্তির মুখে রমিজ রাজা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730011175-cfaf2df73cbf591dfbf52e4ac00d3d74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শান মাসুদকে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে শাস্তির মুখে রমিজ রাজা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/27/1439668" target="_blank"> </a></div> </div> <p>নেপালে টুর্নামেন্ট খেলতে আসার পর থেকেই দলের মধ্যে অস্বস্থি চলমান। গতকালও কোচ পিটার বাটলার অভিযোগ করেছেন, বাইরের অনেকেই দলে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং মেয়েদের নানা ভাবে প্ররোচিত করছে। এতে মেয়েরা মাঠের খেলায় মনোযোগ দিতে পারছে না ঠিকঠাক। এমন অবস্থায় আজ ভুটানকে হারিয়ে ফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের মেয়েদের সামনে। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটায় শুরু হবে ম্যাচ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বার্সার উদ্‌যাপনে বিরক্ত আনচেলত্তি, মনে করালেন অতীত স্মৃতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730006768-0077ed03dc4cda7c4a978a3c940703d8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বার্সার উদ্‌যাপনে বিরক্ত আনচেলত্তি, মনে করালেন অতীত স্মৃতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/27/1439648" target="_blank"> </a></div> </div> <p>একাদশ:<br /> রুপনা চাকমা, মাসুরা পারভিন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মোছাম্মৎ সাগরিকা</p>