<p>জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের খনি পেয়েছে ভারত। রিয়াসি জেলায় ৫৯ লক্ষ মিলিয়ন টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতীয় ভূ-তাত্ত্বিক পর্যবেক্ষক, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এমন তথ্যই জানিয়েছিল গতকাল বৃহস্পতিবার।</p> <p>আনন্দবাজারের প্রতিবেদনে অনুযায়ী, ভারতে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গিয়েছে তার বাজারমূল্য ৩ লক্ষ ৩৮ হাজার ৪০ কোটি টাকা। তবে এই অংক নির্ভর করছে বিশ্ববাজারে লিথিয়ামের দামের ওপর।</p> <p>লিথিয়ামের জন্য ভারত অন্য দেশের ওপর নির্ভর। মূলত আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার ওপরই নির্ভরশীল ছিল তারা। ভারত লিথিয়ামের এই খনিকে ‘অমূল্য রতন’ হিসেবেই দেখছে। নতুন এই খনির সন্ধান ভারতের ভবিষ্যৎ বদলে দিবে বলে আশা করছে। </p> <p>বৈদ্যুতিন গাড়ি, স্মার্টফোন কিংবা ল্যাপটপে ব্যবহার করা হয় রিচার্জেবল ব্যাটারি, যার অন্যতম প্রধান উপাদান লিথিয়াম। শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও লিথিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। </p> <p>হিসাব অনুযায়ী, বিশ্বে মোট ৯৮ মিলিয়ন টন লিথিয়ামের ভান্ডার রয়েছে। এর সাড়ে ৫ শতাংশের কিছুটা বেশি লিথিয়াম পাওয়া গেল ভারতে। লিথিয়াম খনন করে দেশের কাজে লাগাতে এবং বিদেশেও রপ্তানিও করতে পারবে ভারত। কিন্তু খনন করার কাজ খুব সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম খননের কাজ পরিবেশবান্ধব নয়।</p> <p>তালিকা অনুযায়ী, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে বলিভিয়ায়। বলিভিয়ার পরে যে দেশে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে, সেটা হলো আর্জেন্টিনা। সবচেয়ে বেশি লিথিয়ামের ভান্ডারের তালিকায় ৩ নম্বরে রয়েছে আমেরিকা। তালিকায় আমেরিকার পরই রয়েছে চিলি। অস্ট্রেলিয়াতেও প্রচুর পরিমাণে লিথিয়াম রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে চীন। তালিকায় চীনের পরেই রয়েছে ভারত। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, শীঘ্রই খনন এবং পরিশোধনের জন্য নিলাম ডাকা হবে। </p> <p>সূত্র : আনন্দবাজার। <br />  </p>