<p>নতুন <strong>ভ্যালেরিও তিতাকে</strong> নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের নতুন মিশনে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবল এখনো শুরু না হওয়ায় ২৬ অক্টোবর থেকে ভুটানে শুরু হতে যাওয়া আসরই তিতার প্রথম পরীক্ষা। সেই আসরের লক্ষ্য, প্রস্তুতি এবং ফুটবল নিয়ে তাঁর ভাবনার কথা জানিয়েছেন <strong>শাহজাহান কবিরকে</strong> দেওয়া এই সাক্ষাৎকারে</p> <p>প্রশ্ন : বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মিশনে আপনি। দল কতটা প্রস্তুত এই টুর্নামেন্টের জন্য?</p> <p>ভ্যালেরিও তিতা : এটি খুবই কঠিন একটি টুর্নামেন্ট। চার দেশের চার সেরা দল অংশ নিচ্ছে। আমরা ঢাকায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি।</p> <p>কিন্তু এই দলগুলোর শক্তিমত্তা আরো বেশি। নেজমেহতেই যেমন জাতীয় দলের ছয়জন খেলোয়াড়, সঙ্গে ভালো মানের বিদেশিও আছে। তবে আমাদের খেলোয়াড়রা মনে করে, এটা তাদের জন্য নিজেদের প্রমাণের দারুণ একটা মঞ্চ, সেটা আমার জন্যও।</p> <p>বসুন্ধরা কিংসেপ্রশ্ন : এর আগের আসরগুলোতে কিংস অল্পের জন্য গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার সেই লক্ষ্য পূরণ হবে?</p> <p>তিতা : আমরা সে চেষ্টাই করব। তবে কি আমাকে যদি বলেন চার দলের মধ্যে ফেভারিট কারা? আমি বলব, ইস্টবেঙ্গল। কারণ তারা খেলার মধ্যে আছে। গত কয়েক দিনে দুটি লিগের ম্যাচ খেলেছে।</p> <p>হয়তো পয়েন্ট টেবিলে ওদের অবস্থা ভালো নয়, কিন্তু এশিয়া কাপ ভিন্ন। খেলার মধ্যে থাকার সুবিধা তারা পাবে। নেজমেহও ততটা ম্যাচ পায়নি ওদের দেশে নানা সমস্যার কারণে। আর পারো এফসিকে টুর্নামেন্ট শুরু হলে আরো ভালোভাবে দেখতে পারব আমি।</p> <p>প্রশ্ন : ইস্টবেঙ্গলের সর্বশেষ দুটি ম্যাচ কি আপনি দেখেছেন?</p> <p>তিতা : না। তবে অবশ্যই দেখে নেব। আমাদের প্রথম ম্যাচ নেজমেহর বিপক্ষে। আমার মূল মনোযোগ এখন সেই ম্যাচ ঘিরেই। কারণ ভালো একটা শুরু পেলে শেষটাও ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে।</p> <p>প্রশ্ন : কিংসকে আপনার ধারণায় কতটা তৈরি করতে পেরেছেন?</p> <p>তিতা : যখনই ট্যাকটিকস নিয়ে কাজ করেছি, আমি বুঝিয়েছি ওদের কাছে আমি কী চাই। আমি নিশ্চিত, খেলোয়াড়রা এখন জানে তাদের কী করতে হবে। তারা নিজেদের শতভাগ উজাড় করে দেবে—এই বিশ্বাসও আমার আছে।</p> <p>প্রশ্ন : নতুন স্ট্রাইকার জাহেদ কাসা খেলতে পারছেন না, ধারে দুজন ফরোয়ার্ড নিয়েছেন। ফরোয়ার্ড লাইন নিয়ে আপনি কতটা আশাবাদী?</p> <p>তিতা : কাসা চোটে পড়েছে, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ওর বিকল্প হতে পারে এমন খেলোয়াড় দলে নিতে। নিশ্চিত থাকুন, আমি সেরা একাদশটাই নামাব।</p> <p>প্রশ্ন : মিগেল ফিগেইরা গত মৌসুমে কিংসের অন্যতম সেরা পারফরমার, তাঁকে কেমন দেখেছেন?</p> <p>তিতা : মিগেল সবার শেষে দলের সঙ্গে যোগ হয়েছে। প্রস্তুতিতে তাই কিছুটা ঘাটতি আছে ওর। আমি অবশ্য আশা করি দ্রুতই ও ভালো একটা অবস্থায় চলে আসবে। সব কিছু ঠিকঠাক করলে দ্বিতীয় ম্যাচে ও দলে আসতে পারে। প্রথম ম্যাচে সুযোগ নেই।</p> <p>প্রশ্ন : প্রথম ম্যাচে তাঁর জায়গায় কাকে খেলাবেন?</p> <p>তিতা : আমি এখনো জানি না। ভুটানে আরো কয়েকটা দিন আমার হাতে আছে। এখানে উচ্চতার একটা বিষয় আছে, তা ছাড়া টার্ফে খেলা। খেলোয়াড়রা এই কন্ডিশনে কে কতটা মানিয়ে নেয়, সেসব দেখেই সিদ্ধান্ত।</p> <p>প্রশ্ন : এবারের নেজমেহ, ইস্টবেঙ্গলকে আপনি ২০১০ সালেও পেয়েছিলেন, যেবার সিরিয়ার আল আহলিকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন আপনি...</p> <p>তিতা : হতে পারে ঈশ্বর আমাকে নতুন আরেকটা সুযোগ দিয়েছেন! ২০১০ সালের এএফসি কাপে এ দুই দলকেই আমি হারিয়েছি। হতে পারে সেই সুযোগ আবার আসবে।</p> <p>প্রশ্ন : কিংসের সাবেক কোচ অস্কার ব্রুজোন এবার ইস্টবেঙ্গলের দায়িত্বে, এই লড়াইটাকে কিভাবে দেখছেন?</p> <p>তিতা : এটা তিতা বনাম অস্কার ব্রুজোন নয়। খেলাটা হবে ইস্টবেঙ্গল বনাম বসুন্ধরা কিংস। আর আমার প্রথম চিন্তা নেজমেহ। এরপর ভাবব ইস্টবেঙ্গলের কথা। ওদের তিনটা ম্যাচ আমি দেখেছি। তবে সেগুলো আগের কোচের সময়। নতুন কোচের অধীনে কেমন করছে, সেটা অবশ্যই দেখব।</p> <p>প্রশ্ন : এই দলে রাকিব হোসেন, শেখ মোরসালিনের মতো স্থানীয় তারকা খেলোয়াড়রা আছেন, আপনার অধীনে তাঁরা কেমন করছেন?</p> <p>তিতা : মোরসালিন, রাকিব ভালো মানের খেলোয়াড়। ফাহিমও খুব ভালো। আমি তো বলব, ওদের সামনে এখন দারুণ সুযোগ। হয়তো ক্যারিয়ারেই এমন সুযোগ একবার আসে। ‘তোমরা ট্রফিটা জিতে নাও। সামনের দিনগুলোতে কে বলতে পারে, তোমাদেরই চার-পাঁচজন জাপানে গিয়ে খেলবে কিংবা ইউরোপে।’</p>