<p>মহড়া চলাকালীন ভারতের অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। </p> <p>সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা নাগাদ আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে বলে সেনাবাহিনীর এক সূত্রে দাবি করা হয়েছে।</p> <p>সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াতের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছে, ‘বমডিলায় ওই হেলিকপ্টারটির মহড়া চলছিল। সকাল সোয়া ৯টা নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি মান্ডালায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারীদল পাঠানো হয়েছে।’</p> <p>অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, ওড়ার পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান, একটি হেলিকপ্টার বিধ্বস্ত হতে দেখেছেন তারা।</p> <p>ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনী অনেক বছর ধরেই চেতক এবং চিতা হেলিকপ্টারগুলো ব্যবহার করে আসছে। এই হেলিকপ্টারগুলোর অবস্থা এখন আর ততটা ভালো নয় বলে জানা গেছে। বর্তমানে প্রায় ২০০টি চিতা এবং চেতক হেলিকপ্টার নিযুক্ত রয়েছে দেশটির সামরিক বাহিনীর পরিষেবায়। গত মাসে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছিলেন, সেনাবাহিনী ভবিষ্যতে প্রায় ৯৫টি হালকা কমব্যাট হেলিকপ্টার এবং ১১০টি হালকা ইউটিলিটি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে।</p> <p>প্রসঙ্গত গত বছরই অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছিল প্রযুক্তিগত সমস্যা। অরুণাচলের টুটিংয়ে ঘটা সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন পাঁচজন।</p> <p>সূত্র : আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস</p>