<p>পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আট নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে চরমপন্থী সশস্ত্রগোষ্ঠী। স্থানীয় সময় আজ মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানে এই হামলার ঘটনা জানিয়েছে সামরিক বাহিনী। </p> <p>আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে একটি ওয়ালে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী এরপর  পাল্টা অভিযান শুরু করে এবং ১০ জন হামলাকারীকে হত্যা করে। আফগানিস্তান সীমান্তের কাছাকাছি উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় অঞ্চলের  সীমান্তে এই অভিযান চালানো হয়। অঞ্চলটি চরমপন্থী সশস্ত্র বাহিনীগুলোর কেন্দ্র হিসেবে পরিচিত। </p> <p>সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ায় .... বড় ধরনের বিপর্যয় প্রতিরোধ সম্ভব হয়েছে এবং বহু মূল্যবান নিরপরাধ জীবন বেঁচে গেছে।’ গত সোমবারের হামলায় নিহতদের মধ্যে সাতজন সেনা সদস্য এবং একজন আধাসামরিক বাহিনীর সদস্য ছিলেন। </p> <p>সূত্র : আল-অ্যারাবিয়া</p>