<p>প্রথম দিনের পর দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। ডি জর্জি আর বেডিংহামের প্রত্যাশিত শুরুর পর লাঞ্চ বিরতির আগে ৫ রান তুলতে তিন উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। </p> <p>দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। উঠেছে ১০৬ রান। দক্ষিণ আফ্রিকা উইকেট হারিয়েছে ৩টি।</p> <p>প্রথম দিনে ২ উইকেটে ৩০৭ রান করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে বড় স্কোর করার ইঙ্গিত দিয়ে রেখেছিল। টনি ডি জর্জি ও  স্টাবস মিলে করেন ৭৯ রান।  আগের দিন ১৪১ রানে অপরাজিত থাকা জর্জি খেলেছেন ১৭৭ রানের ইনিংস। তাকে এলবিড্লিুর ফাঁদে ফেলেন তাইজুল। ডি জর্জি রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। এর আগে ৫৯ রান করা বেডিংহামকেও বোল্ড করেন এই স্পিনার। বেশিক্ষণ তিথু হতে পারেননি গত টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাও। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। </p> <p><img alt="মীর ফরিদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/30/my1198/ৃৃিডযটআব.jpg" width="1000" /></p> <p>প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়া তাইজুল আরও একবার ৫ উইকেটের স্বাদ পেলেন। পাঁচ উইকেট নিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ (৫২টি) উইকেট তার। যেখানে ৬৮ উইকেট নিয়ে ওপরে আছেন সাকিব আল হাসান।</p>