<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেখতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনেকটা ওয়ানডে বিশ্বকাপ ট্রফির মতো। গতকাল পার্থে সেই ট্রফির সঙ্গে ফটোসেশনে প্যাট কামিন্সের থেকে বেশ চওড়া ছিল জসপ্রিত বুমরাহর হাসি। তেমনটাই হওয়ার কথা। এই ট্রফিকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির সর্বশেষ চার সিরিজের সব কটিই জিতেছে দলটি। আজ শুরু হতে যাওয়া আরেকটি লড়াইয়ের আগে ট্রফির মালিকানা ধরে রাখায় দৃষ্টি সফরকারীদের। অন্যদিকে অজিদের চাওয়া ট্রফি নিজেদের ঘরে রেখে দেওয়ার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নামার আগে দুই দলের প্রেক্ষাপটও বেশ ভিন্ন। অস্ট্রেলিয়া সব দিক থেকে এবার বেশ গোছালো। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার তেতো স্বাদ নিয়ে এই সফরে গেছে ভারত। তার ওপর প্রথম ম্যাচে দলটি পাচ্ছে না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। যদিও এসব নিয়ে ভাবতে রাজি নন ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিতি বা হারি, শূন্য থেকেই শুরু করতে হয়। এটাই ক্রিকেটের সৌন্দর্য। বিশ্বকাপ জেতার পরেও মনে হয়নি বাকি সিরিজগুলো অনায়াসে জিতব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ভারতকে একাধিকবার বৈশ্বিক আসরে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা অজিরা সর্বশেষ দুবার ঘরের মাঠে দলটির কাছে টেস্ট সিরিজ হারে। ১০ বছর ধরে বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের স্বাদ পায়নি অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্স বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার মনে হয় ড্রেসিংরুমের অর্ধেকেরই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার অভিজ্ঞতা নেই। কাজেই এটা অনেকটা শেষ একটা লক্ষ্য, যা পূরণ বাকি আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>