<p>ঢাকা-নরসিংদী রেলরুটের কালিগঞ্জের উলুখোলা এলাকায় ব্যাগ ছিনতাই করে ট্রেন থেকে লাফিয়ে পড়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে ইসমাইল নামে এক ছিনতাইকারী। পুলিশ জনরোষ থেকে তাকে আটক করে হেফাজতে নিয়েছে।</p> <p>আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া আটটার সময় কালিগঞ্জের আঁড়িখোলা রেলস্টেশনের আউটার সিগন্যালের উলুখোলা এলাকায় এই ঘটনা ঘটে। আটক ইসমাইল নরসিংদী জেলার পলাশ থানার খিঁলপাড়া কান্দারপাড় গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রাম পুলিশের ৬৬ সদস্যের কষ্টে গাঁথা জীবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730263317-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রাম পুলিশের ৬৬ সদস্যের কষ্টে গাঁথা জীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440750" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিতাস কমিউটার ট্রেনে জোবায়ের নামে বিদেশগামী এক ব্যক্তির হাতব্যাগ ছিনতাই করে ইসমাইল। পরে আঁড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের উলুখোলা এলাকায় ট্রেন গতি কমালে ইসমাইল লাফিয়ে পড়ে। স্থানীয় জনতা তাকে ধরে বেঁধে পিটুনি দেয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।</p> <p>ছিনতাই হওয়া হাত ব্যাগের মালিক বিবাড়িয়া জেলার জোবায়ের জানান, তিনি আগামী মাসের ৫ তারিখ বিদেশ যাচ্ছেন। তার ব্যাগ ছিনতাইয়ের পর ব্যাগটি ফিরে পেয়ে তিনি খুশি। তবে তিনি মামলা করতে চান না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদ্মায় ‘জেলেদের হামলায়’ নিখোঁজ আরো ১ পু‌লিশ সদস্যের মরদেহ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730264876-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পদ্মায় ‘জেলেদের হামলায়’ নিখোঁজ আরো ১ পু‌লিশ সদস্যের মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440757" target="_blank"> </a></div> </div> <p>কালিগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘বাদী মামলা করবেন না বলে জানিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি আক্তারুজ্জামানের বিরুদ্ধে যত অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730262420-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি আক্তারুজ্জামানের বিরুদ্ধে যত অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440746" target="_blank"> </a></div> </div>