<p>ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে প্রায় ৮০০ কোটি ডলার এবং নতুন দূরপাল্লার যুদ্ধাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে বৃহস্পতিবার এই ঘোষণা দেন বাইডেন।</p> <p>এর মধ্যে ৫৫০ কোটি ডলার আগামী ১ অক্টোবর মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগেই অনুমোদিত হবে। বাকি ২৪০ কোটি ডলার ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) মাধ্যমে ছাড় করা হবে; অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই অর্থ পাবে না ইউক্রেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউক্রেন যুদ্ধের অবসান প্রত্যাশার চেয়েও কাছাকাছি : জেলেনস্কি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/24/1727188311-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউক্রেন যুদ্ধের অবসান প্রত্যাশার চেয়েও কাছাকাছি : জেলেনস্কি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/24/1428505" target="_blank"> </a></div> </div> <p>এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা বাড়ানোর এবং যুদ্ধ জয়ের জন্য সহায়তার অংশ হিসেবে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছি।’</p> <p>তবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় নিক্ষেপ করতে পারবে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।</p> <p>এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে রাশিয়ায় বড় ধরনের বিমান হামলা হলে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দিতে পারবে মস্কো। সূত্র : এএফপি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরমাণুনীতিতে বদলের আহ্বান পুতিনের, দুশ্চিন্তায় পশ্চিমাবিশ্ব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727344901-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরমাণুনীতিতে বদলের আহ্বান পুতিনের, দুশ্চিন্তায় পশ্চিমাবিশ্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/26/1429121" target="_blank"> </a></div> </div>