<p>চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে দুই সেনা সদস্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্থানীয় যুবদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, বুধবার বিকেলে রোয়াজারহাট বাজারে অস্ত্র ও গোলাবারুদ থাকার সত্যতা যাচাইয়ে যাওয়া দুই সেনা সদস্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে রাঙ্গুনিয়ায় কর্মরত সেনা ক্যাম্পের সদস্যরা গিয়ে অবরুদ্ধ তাদেরকে উদ্ধার করেন।</p> <p>ঘটনার সঙ্গে জড়িত মো. পারভেজ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে এবং স্থানীয় এক যুবদল নেতার ছোট ভাই। তার বড় ভাই রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ জসিম।</p>