<p>ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৪১ দিনের মাথায় অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার থেকে কাজে ফেরারও ঘোষণা দিয়েছেন তাঁরা। রাজ্য সরকারের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান তাঁরা। তবে গতকাল শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। প্লাবনকবলিত এলাকায় বিশেষ ক্লিনিক চালু করারও পরিকল্পনা তাঁদের। দেবাশীষ হালদার জানিয়েছেন, ‘মিছিলের পরে আমরা নিজ নিজ কলেজে ফিরে যাব। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ  দেব। আংশিক কর্মবিরতি চলবে।’ তবে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয় এক তরুণী চিকিৎসককে। ওই ঘটনার সুবিচারের দাবিতে গত ১২ আগস্ট থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেন জুনিয়ার চিকিৎসকরা। গত বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪১ দিন ধরে চলেছে কর্মবিরতি। সূত্র : আনন্দবাজার পত্রিকা</p> <p> </p>