<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেপালে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জন নিখোঁজ রয়েছে বলে গতকাল শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকাজে সহযোগিতার জন্য তিন হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও রাবার বোট ব্যবহার করে ছাদে বা উঁচু স্থানে আটকা পড়া লোকদের উদ্ধার করছে। আরো কয়েকটি নদীর পানি তীর উপচে লোকালয়ে ঢুকে যেতে পারে বলে সরকারিভাবে সতর্ক করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে কাঠমাণ্ডু উপত্যকায়। বন্যার কারণে রাজধানীতে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, ২৮টি জায়গায় ভূমিধসের কারণে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পুলিশ ধ্বংসাবশেষ পরিষ্কার এবং রাস্তাগুলো ফের চালু করার চেষ্টা করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাঠমাণ্ডুর আবহাওয়া কর্মকর্তা বিনু মহারজান জানান, রবিবার (আজ) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের মুখপাত্র বসন্ত অধিকারী বলেন, নিখোঁজদের উদ্ধার ও খুঁজে বের করার জন্য পুলিশ অন্যান্য সংস্থা এবং স্থানীয়দের সঙ্গে কাজ করছে। সূত্র : আলজাজিরা</span></span></p> <p style="text-align:left"> </p>