<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও জয় পেয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উভয়কক্ষে রিপাবলিকান পার্টির একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। এডিসন রিসার্চের ফলে দেখা গেছে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ২১৮টিতে জিতেছে রিপাবলিকানরা, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। এদিকে ফ্লোরিডার কংগ্রেস সদস্য ম্যাট গিটজকে অ্যাটর্নি জেনারেল এবং ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক নিয়োগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এদিকে গত বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>