<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলবায়ু ইস্যুতে মতৈক্যে পৌঁছাতে পারেননি শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর নেতারা। গত সোমবার ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত সম্মেলনে এ বিষয়ে সফলতা আসেনি। সম্মেলনে জলবায়ু ইস্যুকে পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় গুরুত্ব দেন জোটের নেতারা। যদিও আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর তাগিদ দিয়েছিল জাতিসংঘ। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে, তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন জি২০ নেতারা। এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতিও দেননি। শুধু বলেছেন, লাখ লাখ কোটি ডলারের এ সহায়তা সব উৎস থেকেই আসতে হবে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>