<p>বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটি সমতায় শেষ হয়েছে। উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দিকে দুই দলের লড়াইটা দারুণ জমে ওঠার পরেও জিততে পারল না কোনো দল। এই ড্র’য়ে পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গেছে ব্রাজিল । </p> <p>বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬:৪৫ টায় সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় ১-১ গোলে শেষ হয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই। দল দুটির হয়ে গোল করেন ফেদে ভালভার্দে ও গারসন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেসি-মার্তিনেজ নৈপুণ্যে জয়ে ফিরল আর্জেন্টিনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732069390-d9d6061ba4c19ca508559eb092513523.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেসি-মার্তিনেজ নৈপুণ্যে জয়ে ফিরল আর্জেন্টিনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/20/1448624" target="_blank"> </a></div> </div> <p>বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার সালভাদরে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে নেমেছিল ব্রাজিল। তবে সে ম্যাচেও ড্র করল দোরিভালের শিষ্যরা। পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূণ্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭ মিনিট পেনাল্টি বক্সের মাথা থেকে গারসনের দুর্দান্ত এক শটে সমতায় ফেলে ব্রাজিল। </p> <p>সমতার ম্যাচে সব দিক থেকেই ঘরের মাঠে এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় দোরিভাল জুনিয়রের দল। তবে কেবল তিনটি শট ছিল লক্ষ‍্যে। রক্ষণে বেশি মনোযোগ দেওয়া উরুগুয়ের আট শটের দুটি ছিল লক্ষ‍্যে। ডি বক্সে বেশ কয়েকবার বল পেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করে মার্সেলো বিয়েলসার দল।</p> <p>ম্যাচের তৃতীয় মিনিটে সুযোগ পায় ব্রাজিল। তবে ভিনিসিয়ুস জুনিয়র কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেনি। ২১তম মিনিটে  ডি বক্সে বল পেয়েও উরুগুয়ের দারুণ সুযোগ হাতছাড়া করেন তরুণ ফরোয়ার্ড ফাকুন্দো পেলিস্ত্রি।<br /> ৩৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। পাঁচ মিনিট পর উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দের আচমকা শটও ব‍্যর্থ হয় একইভাবে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল পেয়েই যাচ্ছিল ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে ইগর জেসুসের হেড ব‍্যর্থ করে দেন উরুগুয়ে গোলরক্ষক। দুই দল মিলিয়ে লক্ষ‍্যে এটাই প্রথম শট!</p> <p>দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সুযোগ পান সাভিনিয়ো। ম‍্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ‍্যে। রাফিনিয়ার রক্ষণচেরা পাসে দারুণ সুযোগ আসে ভিনিসিয়ুসের সামনে। দারুণ গতিতে ঝলকে দেখালেও আসল কাজটা করতে পারেননি তিনি। শট পেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।</p> <p>তবে ব্রাজিলকে চমকে দিয়ে ৫৫তম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন ভালভার্দে। ৭ মিনিট পর দূরপাল্লার শটেই দারুণ এক গোলে সমতা ফেরে ব্রাজিল। রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রদ্রিগো বেন্তাঙ্কুর। সফল হননি তিনি, ডি বক্সের মাথায় পেয়ে জোরালে ভলিতে ঠিকানা খুঁজে নেন গারসন।</p> <p>যোগ করা সময়ের প্রথম মিনিটে ব‍্যবধান গড়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন দানিলো। শট রাখতে পারেননি ব্রাজিল অধিনায়ক।</p> <p>টানা দুই ড্রয়ে ব্রাজিল নেমে গেছে পাঁচে। ১২ ম‍্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে।</p> <p>কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে একুয়েডর। দুটি দলেরই পয়েন্ট ১৯। শেষ চার ম‍্যাচের তিনটিতেই হারা কলম্বিয়া গোল পার্থক‍্যে পিছিয়ে নেমে গেছে চারে।</p>