<p>জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহনাজ সুমি। ক্যারিয়ারে বয়স দীর্ঘ না হলেও সিনেমা এবং নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। নাটক টেলিফিল্ম ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের জন্যও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। আজ বিঞ্জে মুক্তি পাবে ভিকি জাহেদের ওয়েব ছবি ‘অন্ধকারের গান’। এতে মোশাররফ করিম, জাকিয়া বারী মমের সঙ্গে অভিনয় করেছেন শাহনাজ সুমি। এই ছবি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে সুমির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>২০২৩ সালে ‘মোবারকনামা’র পর ২০২৫-এর শুরুতে ‘অন্ধকারের গান’। মাঝখানে এক বছর আপনাকে কোনো কনটেন্টে পাওয়া যায়নি কেন?</strong><br /> ‘মোবারকনামা’ এসেছে ২০২৩ সালের ডিসেম্বরে। ২০২৪ সালের পুরোটা বছর সেটার একটা ইফেক্ট ছিল। এর মধ্যে অন্য কাজের প্রস্তুতি নিচ্ছিলাম। যেগুলো হচ্ছে, সেগুলো একটু সময় নিয়েই হচ্ছে। ‘অন্ধকারের গান’ও তো এর মধ্যে করা। এটার পেছনেও সময় দিতে হয়েছে। ফলে অন্য কিছু করা হয়ে ওঠেনি। আগেই টিজার প্রকাশিত হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310058-9df9467592929e57378f9cc3e1beb630.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/08/1466363" target="_blank"> </a></div> </div> <p><strong>আজ ছবিটি মুক্তি পাবে। দর্শকের উদ্দেশে কী বলবেন?</strong><br /> টিজার প্রকাশের পর থেকেই অনেক সাড়া পাচ্ছি। দর্শকের একটা বিশ্বাস জন্মেছে, কাজটা ভালো হবে। এখানে পরিচালক ভিকি জাহেদ ভাই, আমার সহকর্মী মোশাররফ করিম ভাই, মম আপু, মনিরা মিঠু, আবুল হায়াত স্যার আছেন। তাঁদের সবাই কাজ দিয়ে দর্শকের বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছেন। আমিও যে কাজগুলো করেছি, প্রশংসিত হয়েছে। সেদিক বিবেচনা করে বলব, দর্শকের বিশ্বাসের প্রতি সুবিচার করতে পারবে এই ছবি। সবার ভালো লাগবে।</p> <p><strong>এখানে আপনার চরিত্র কেমন? গল্পটাই বা কেমন? </strong><br /> এখানে আমার নাম শাপলা, গার্মেন্টসকর্মী। সুখের দিন ও অন্ধকারের দিনের মিশ্রণে গল্পটি। সেখান থেকে শাপলার জীবনের সুখ ও অন্ধকার দিক উঠে এসেছে, দর্শক সেটা দারুণভাবে অনুধাবন করতে পারবে।</p> <figure class="image"><img alt="4" height="300" src="https://www.khaborerkagoj.com/uploads/2024/11/16/ssssss-1731742602.jpg" width="600" /> <figcaption><sub><em>শাহনাজ সুমি</em></sub></figcaption> </figure> <p><strong>‘মোবারকনামা’তে আপনার সঙ্গে মোশাররফ করিম ছিলেন, ‘অন্ধকারের গান’-এও তিনি আছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?</strong><br /> অভিজ্ঞতা খুবই সুন্দর। দুটি কাজ ব্যাক টু ব্যাক করলাম তাঁর সঙ্গে। ‘মোবারকনামা’য় তাঁকে বোঝার চেষ্টা করেছিলাম। সবাই বলেন, তিনি ইনস্টিটিউট। আমি আসলে চেষ্টায় ছিলাম তাঁর কাছ থেকে কতটুকু কী নেওয়া যায়, তাঁর ও আমার অভিনীত চরিত্রটির রসায়ন কতটা মেলে ধরা যায়। ‘অন্ধকারের গান’-এ সেই চেষ্টাটা আরো প্রখর হয়েছে। চেষ্টা করেছি তাঁর সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে মোশাররফ ভাইকে এখন আমি চিনেছি, জেনেছি, ধারণাও পেয়েছি তাঁর অভিনয়শৈলী সম্পর্কে। অভিনয়ের জায়গাটায় সহশিল্পীর সঙ্গে দেনা-পাওনার বিষয়েও বুঝেছি। সামনে তাঁর সঙ্গে অভিনয় করতে গেলে আরো সহজ হবে।</p> <p><strong>আগেরবার একটা চলচ্চিত্রে অভিনয়ের কথা বলেছিলেন। সেটির কী খবর?</strong><br /> এখনো প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলচ্চিত্র, ওয়েব ছবি, ওয়েব সিরিজ—এগুলো বাস্তবায়ন হতে সময় লাগে। গল্প দাঁড় করাতেই অনেকটা সময় লাগে, চরিত্রে ঢুকতেও সময় নিতে হয়। কাজটা যখন আসবে, তখন মানুষ বুঝবে এত সময় কেন লাগল। আমি ভালো কিছুই দর্শককে দিতে চাই।</p> <p><strong>আপনি তো নাচের মানুষ। অথচ নাচে কমই পাওয়া যাচ্ছে আপনাকে।</strong><br /> এটা সত্য। তবে আমি নাচ অনেক পছন্দ করি। প্রতিদিনই প্রাকটিস করি, যেন সুযোগ এলে কাজে লাগাতে পারি কিছু দিন আগে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেচেছি। দর্শকের যে প্রতিক্রিয়া দেখলাম তাতে অনেক আনন্দ লেগেছে আমাদের দেশে নাচের স্কোপটা কম থাকে। আমরা যাঁরা পেশাদার নৃত্যশিল্পী, তাঁদেরও নাচে পাওয়া যায় কম।</p> <p><strong>‘জুঁই নারকেল তেল’-এর বিজ্ঞাপন দিয়ে সারা দেশে পরিচিতি পেয়েছিলেন। এর পর আর এ ধরনের বিজ্ঞাপনচিত্রে আপনাকে দেখা যাচ্ছে না।</strong><br /> ওই বিজ্ঞাপনটা ২০১৭ সালের। ভাইরাল বলতে যা বোঝায় (পজিটিভ অর্থে), সেটাই হয়েছিল। সারা দেশে আমাকে পরিচিত করেছিল বিজ্ঞাপনটি। তবে এই ধরনের বিজ্ঞাপন বাংলাদেশে কম হয়। এর পর পজিটিভলি ভাইরাল হওয়া এমন কোনো বিজ্ঞাপন হয়েছে কি না আমারও জানা নেই।</p>