<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের মহারাষ্ট্র রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি বাজিমাত করেছে। অন্যদিকে ঝাড়খণ্ড ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপিবিরোধী ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা ও  মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ওপরই ভরসা রাখল রাজ্যবাসী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মহারাষ্ট্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) ও এনসিপি (অজিত) মহাজুটি। মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে ঐক্যবদ্ধতায় জোর দিয়ে স্লোগান তুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ধনীতম রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বলছে, ঐক্যবদ্ধ হওয়ার জাদুমন্ত্রেই বিরোধী জোটকে পরাস্ত করেছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি। মহাজুটির ঐক্যের জোরে  হালে পানিই পেল না কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) এনসিপির (শরদ) </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাবিকাশ আঘাড়ী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জোট। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টিতে জয় পেয়েছে মহাজুটি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ১৩২ আসন, শিন্ডে সেনা ৫৪ আসন এবং এনসিপি (অজিত) ৪১টি আসন জিতেছে।  অন্যদিকে  ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরকে জোরালো ধাক্কা দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট।  ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৪১টি আসন। সেখানে ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে ৫৬টি আসন। এর মধ্যে জেএমএম পেয়েছে ৩৪টি আসন, কংগ্রেস পেয়েছে ১৬টি আসন, আরজেডি পেয়েছে চারটি আসন এবং সিপিআইএমএল লিবারেশন পেয়েছে দুটি আসন। ভারতের আদিবাসী প্রধান রাজ্যটিতে বিধানসভা ভোটের প্রচারে মোদি, অমিত শাহেরা ধারাবাহিকভাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশি অনুপ্রবেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিয়ে অভিযোগ করেছেন। নাম না করে নিশানা করেছেন একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে। কিন্তু তাতে ফল মেলেনি। ভোটের ফলাফলে পরিষ্কার হয়ে উঠেছে যে ওবিসি, দলিত ও আদিবাসী ভোট পাওয়ার লক্ষ্যে বিজেপির সেই কৌশল সফল হয়নি। বরং আদিবাসীর মনে ছাপ ফেলেছে হেমন্তের পাল্টা প্রচার। প্রতিটি সভায় তিনি নিয়ম করে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুপ্রবেশের কথা বলে বিজেপি এখানে সিএএ চালু করতে চাইছে। সেটা করে ওরা আদিবাসীদের জমি ছিনিয়ে নেবে। আমি যত দিন আছি, ঝাড়খণ্ডে সিএএ-এনআরসি চালু করতে দেব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিমবঙ্গে  উপনির্বাচনে মমতার তৃণমূলের দাপট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পশ্চিমবঙ্গ রাজ্যে ছয় বিধানসভা আসনে উপনির্বাচনে দাপট দেখিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সূত্র : আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি</span></span></span></span></p>