<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় ছুটে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রতিরোধের চেষ্টায় তিনি ছুটে গেছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন ট্রুডো। এরপর ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে গেছেন তিনি। গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, দায়িত্ব গ্রহণ করার পর মেক্সিকো ও কানাডা থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। এই বক্তব্যের পর ফোনে এই দুই নেতার মধ্যে কথা হয়। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>