<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে ক্ষমতাসীন আম আদমি পার্টি। গতকাল রবিবার এমন ঘোষণা দেন দলটির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে থাকছে আম আদমি পার্টি। অর্থাৎ সব কয়টি আসনেই প্রার্থী দেবে দলটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল আম আদমি পার্টি। তবে লোকসভা নির্বাচনে দিল্লিতে ভরাডুবি হয়েছে দলটির। সব আসনেই জিতেছে বিজেপি। তাই এবার বিধানসভা নির্বাচনে একাই লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। এর ফলে বিরোধী ইন্ডিয়া জোট আরো একবার ধাক্কা খেল বলে মত বিশ্লেষকদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারির আগেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এর আগে রাজধানীতে রাজনৈতিক খেলা জমে উঠেছে। সম্প্রতি শীর্ষ পর্যায়ের একাধিক নেতা আম আদমি পার্টি ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন। আবার কংগ্রেস ও বিজেপি থেকে অনেকে ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল এক সংবাদ সম্মেলনে বিধানসভা নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে কেজরিওয়ালকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি কোনো জোটে থাকবে না, একাই লড়বে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ মহরাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) ও এনসিপির (অজিত) জোট মহাজুটি। যদিও ঝাড়খণ্ডে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। তবে মহারাষ্ট্রে জিততে না পারায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে বলেই মনে করে বিশ্লেষকদের একাংশ। সর্বশেষ দিল্লিতে কেজরিওয়ালের দলের এককভাবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর নতুন করে ধাক্কা খেল বিরোধী জোট ইন্ডিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এবারই প্রথম নাকচ করেননি কেজরিওয়াল। এর আগে লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একাই লড়াই করার কথা বলেছিলেন তিনি। এ ছাড়া হরিয়ানার নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা করেনি দলটি। এবার দিল্লির বিধানসভা নির্বাচনেও একই পথে হাঁটছেন আমলা থেকে রাজনীতিক বনে যাওয়া কেজরিওয়াল। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>