<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এন বীরেন সিংহ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই পদত্যাগের কথা ঘোষণা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করেছেন তিনি। গতকাল রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয়কুমার ভল্লার সঙ্গে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেখা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করে পদত্যাগপত্রও</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিয়েছেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হতে হচ্ছিল বীরেনকে। এই পরিস্থিতিতে গতকাল সকালে নয়াদিল্লিতে অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন বীরেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স ফ্রন্টের (এনপিএফ) ১৪ জন বিধায়ক। মাত্র ১৫ মিনিটের বৈঠকের পর ইম্ফলে ফিরেই বীরেন মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, পদত্যাগপত্রে বীরেন লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এত দিন মণিপুরের মানুষের সেবা করতে পেরেছি, এটা আমার কাছে সম্মানের। মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ  গ্রহণ এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস। এ ছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন সে রাজ্যের বিজেপি বিধায়করাও। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্রের খবর, রবিবারের বৈঠকে তাঁকে এমন কথা বলেও দেন অমিত শাহ।     সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>