<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার পর মামলা হয়েছে। দুইবার তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। একবার ঘাতকের বুলেট তাঁর কান ফুটো করে বেরিয়ে গেছে। সব প্রতিকূলতা মোকাবেলা করে তিনি এগিয়ে গেছেন। অবশেষে তিনিই পেয়েছেন বিজয়ের বহু আরাধ্য মুকুট। বিপুল উচ্ছ্বাসে দেশবাসী তাঁকে বরণ করে নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বিপুলসংখ্যক সমর্থকের মুহুর্মুহু হর্ষধ্বনির মাঝে ভাষণ দেন রিপাবলিকান এই নেতা। বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমেরিকার জনগণের জন্য এটি একটি দুর্দান্ত বিজয়। এটি আমাদের আমেরিকাকে আবারও মহান বানানোর সুযোগ দেবে। এটি আমেরিকার স্বর্ণযুগ হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের এক নম্বর শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এমনিতেই সারা বিশ্বের মনোযোগ কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের চেয়ে অনেকটাই ব্যতিক্রম ছিল। নানা কারণেই সারা দুনিয়ার মানুষের আরো বেশি মনোযোগ আকর্ষণ করেছিল এই নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৬ সালে ডেমোক্র্যাট নেত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে। তাঁর চার বছরের শাসনামল ছিল নানা দিক থেকেই ব্যতিক্রমী। কোরিয়া উপত্যকায় তাঁর শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক ব্যাপক আলোচিত হয়েছিল। এবারও নির্বাচনের আগে তিনি ঘোষণা করেছেন, পৃথিবীব্যাপী যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তিনি তার লাগাম টানবেন, শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন। সারা পৃথিবীর শান্তিকামী সব মানুষেরও প্রত্যাশা তাই। আমরা আশা করি, তিনি এই লক্ষ্যে তাঁর উদ্যোগ চালিয়ে যাবেন এবং অবশ্যই সফল হবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বনেতারা ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে অভিনন্দিত করেছেন। গত বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দনবার্তায় ড. ইউনূস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করায় আপনার নেতৃত্ব ও দূরদর্শিতাই প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার দীর্ঘ ইতিহাসের উল্লেখ করে ড. ইউনূস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনার আগের মেয়াদে এ সম্পর্ক আরো গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারিকে আরো শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারির অফুরন্ত নতুন সম্ভাবনা আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আশা করি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, পরিবর্তিত নেতৃত্বের অধীনে তা আরো জোরদার ও গতিশীল হবে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।</span></span></span></span></p>