ফ্লাইট তখন প্রশান্ত মহাসাগরের ওপরে। এমন সময় মনে পড়ল পাসপোর্ট আনেননি সাথে। আর এমন ঘটনা ঘটিয়েছেন খোদ বিমানের পাইলট। আন্তর্জাতিক ওই ফ্লাইট নিয়ে পরে ফিরে যান বিমানবন্দরে।
জানা যায়, ওই ফ্লাইটে শতাধিক যাত্রী ছিলেন। পাইলটের দায়িত্বজ্ঞানহীনতার মাসুল দিতে হয়েছে তাদেরও। নষ্ট হলো বেশ কয়েক ঘণ্টা। বিষয়টি সামনে আসতেই ইতোমধ্যে শোরগোল পড়ে গেছে।
গত ২২মার্চ এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুরুর দিকে বিষয়টি আড়াল করার চেষ্টা হলেও পরে প্রকাশ পেয়ে যায়।
আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে চীনের সাংহাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইনসে আন্তর্জাতিক বিমান ইউএ১৯৮ বোয়িং ৭৮৭-৯ বিমানটি। বিমানে ২৫৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আরো পড়ুন
ওয়াই-ফাইয়ের তরঙ্গ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
আকাশপথে লস অ্যাঞ্জেলেস থেকে সাংহাই যেতে ১৩ ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর থেকে ওড়ার পর প্রায় দুই ঘণ্টা কেটে যায়। তারপর পাসপোর্ট না নেওয়ার কথা মনে পড়ে পাইলটের।
জানা গেছে, ওই দিন দুপুর ২টা নাগাদ লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আকাশে ওড়ে বিমানটি। কিন্তু দুই ঘণ্টা আকাশে ওড়ার পর পাইলট দেখেন, পাসপোর্ট সঙ্গে নেই।
বিমান তখন প্রশান্ত মহাসাগরের ওপরে। সেই অবস্থাতেই বিমান ঘুরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়া হয়।
বিকেল ৫টার দিকে বিমানটি সান ফ্রান্সিসকোর মাটি ছোঁয়। বিমানের গতিবিধির ওপর নজরদারি চালানো সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, হঠাৎ করেই মাঝ আকাশে বিমানের মুখ ঘোরানো হয়।
গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লেখেন, ‘ইউএ১৯৮ বিমানের মুখ ঘোরানো হলো সান ফ্রান্সিসকোর দিকে। কারণ, পাইলট তার পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন? ছয় ঘণ্টা ধরে আটকে রয়েছি। এমনটা মোটেও কাম্য নয়।’
গোটা ঘটনায় ক্ষমা চেয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। পাইলটের ভুলের জন্য ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন যে যাত্রীরা তাদের মাথাপিছু ১৫ ডলার করে খাবারের ভাউচার দেওয়া হয়।
সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়, ‘শনিবার লস অ্যাঞ্জেলেস থেকে সাংহাই যাওয়ার ইউনাইটেড ফ্লাইট ১৯৮ বিমানটি সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। কারণ পাইলট সঙ্গে করে তার পাসপোর্ট নিতে ভুলে গেছেন। আমরা সন্ধ্যায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি।’
আরো পড়ুন
রোজায় চোখের যত্ন নেবেন যেভাবে
এরপর বিকল্প বিমানটি যাত্রীদের নিয়ে রাত ৯টা নাগাদ সান ফ্রান্সিসকো বিমানবন্দর ছাড়ে বলে জানা গেছে। রবিবার সকালে সেই বিমান নামে সাংহাইয়ে। তবে এমন ঘটনা এবারই প্রথম ঘটেনি। ২০১৯ সালে টোয়ে এয়ারের একটি বিমান ভিয়েতনাম থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। কিন্তু প্রায় ১১ ঘণ্টা পর গন্তব্যে পৌঁছায় বিমানটি। কারণ বিমানের পাইলট নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন। সেবার রাতভর আটকে ছিল ১৬০ জন যাত্রী।
সূত্র : এবিপি লাইভ