<p><strong>দ্বিতীয় অধ্যায়</strong></p> <p><strong>নাগরিক ও নাগরিকতা</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong></p> <p>১। আইনগত কর্তব্য কী?</p> <p>উত্তর : রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যই আইনগত কর্তব্য।</p> <p>২। অধিকার কাকে বলে?</p> <p>উত্তর : অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।</p> <p>৩। অধিকার প্রধানত কয় প্রকার?</p> <p>উত্তর : অধিকার প্রধানত দুই প্রকার।</p> <p>যথা : নৈতিক অধিকার ও আইনগত অধিকার।</p> <p>৪। তথ্য অধিকার কী?</p> <p>উত্তর : আইনের বিধান সাপেক্ষে কোনো কর্তৃপক্ষের নিকট থেকে নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকারই হলো তথ্য অধিকার।</p> <p>৫। সুনাগরিক বলতে কী বোঝায়?</p> <p>উত্তর : যে নাগরিকের মাঝে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম- এই তিনটি গুণ বিদ্যমান থাকে তাকে সুনাগরিক বলে।</p> <p>৬। কানাডায় কোন নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয়?</p> <p>উত্তর : কানাডায় জন্মনীতি, জন্মস্থান নীতি ও অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জিত হয়।</p> <p>৭। সামাজিক অধিকার কাকে বলে?</p> <p>উত্তর : নাগরিক জীবনের বিকাশ এবং ব্যক্তিত্বের উৎকর্ষের জন্য রাষ্ট্রকে যেসব অধিকার সংরক্ষণ করতে হয় তাকে সামাজিক অধিকার বলে।</p> <p>৮। দ্বৈত নাগরিকতা কাকে বলে?</p> <p>উত্তর : একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে।</p> <p>৯। নৈতিক অধিকার কাকে বলে?</p> <p>উত্তর : মানুষের বিবেক ও সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ হতে উৎসারিত অধিকার, যার কোনো আইনগত ভিত্তি নেই তাকে নৈতিক অধিকার বলে।</p> <p>১০। নাগরিকতা কাকে বলে?</p> <p>উত্তর : রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে।</p> <p>১১। সুনাগরিকের গুণ কয়টি?</p> <p>উত্তর : সুনাগরিকের গুণ তিনটি।</p> <p>১২। তথ্য অধিকার আইন কী?</p> <p>উত্তর : জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ৫ এপ্রিল ২০০৯ সালে যে আইনটি প্রণয়ন করা হয় তা-ই তথ্য অধিকার আইন।</p> <p>১৩। নগররাষ্ট্র কাকে বলে?</p> <p>উত্তর : প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠা রাষ্ট্রব্যবস্থাকে নগররাষ্ট্র বলে।</p> <p>১৪। নাগরিক কাকে বলে?</p> <p>উত্তর : যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, ওই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে নাগরিক বলে।</p> <p>১৫। স্বাধীনতা কাকে বলে?</p> <p>উত্তর : অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা।</p> <p>১৬। অনুমোদনসূত্রে নাগরিকতা কাকে বলে?</p> <p>উত্তর : কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়।</p> <p>১৭। তথ্য অধিকার আইনটি কত তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?</p> <p>উত্তর : তথ্য অধিকার আইনটি ২০০৯ সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।</p>