<p>নবম অধ্যায়</p> <p><strong><span style="font-size:26px;">জৈব অণু</span></strong></p> <p>সংক্ষিপ্ত প্রশ্ন</p> <p>১। সজীব কোষ কী দিয়ে গঠিত?</p> <p>  উত্তর : অসংখ্য কোষ।</p> <p>২। জৈব অণু কী?</p> <p>  উত্তর : ক্ষুদ্র অণু ও বৃহৎ অণুকে একত্রে জৈব অণু বলে।</p> <p>৩। কয়টির বেশি মৌলিক পদার্থ নিয়ে জৈব অণু গঠিত?</p> <p>  উত্তর : ২৫টিরও বেশি।</p> <p>৪। কোন ছয়টি মৌলিক পদার্থ জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে</p> <p>  বিবেচিত?</p> <p>  উত্তর : কার্বন (C), হাইড্রোজেন  (H), নাইট্রোজেন (N), অক্সিজেন (O), ফসফরাস (P) ও সালফার  (S)</p> <p>৫। পৃথিবীতে জীবনের ভিত্তি কোন মৌল?</p> <p>  উত্তর : কার্বন।</p> <p>৬। কোন চারটি জৈব রাসায়নিক পদার্থ জীবদেহ গঠনের জন্য দায়ী?</p> <p>  উত্তর : কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিয়িক এসিড ও লিপিড।</p> <p>৭। জীবজ পরিমার বলতে কী বোঝ?</p> <p>  উত্তর : জীবদেহে মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিয়িক এসিড ও লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত তাদেরকে জীবজ পরিমার বলে।</p> <p>৮। আমাদের খাদ্যতালিকার প্রধান জৈব অণু কোনটি?</p> <p>  উত্তর : শর্করা বা কার্বোহাইড্রেট।</p> <p>৯। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু কী অনুপাতে থাকে?</p> <p>  উত্তর : ১ ঃ ২ ঃ ১</p> <p>১০।     আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূল পুষ্টি উপাদান কয়টি ও কী কী?</p> <p>  উত্তর : ৭টি—পানি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস।</p> <p>১১।     সবচেয়ে ক্ষুদ্র ও সরলতম একক কোনটি?</p> <p>  উত্তর : মনোস্যাকারাইড।</p> <p>১২।     মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কী?</p> <p>  উত্তর : CnH2nOn</p> <p>১৩। ভবিষ্যতে ব্যবহারের জন্য কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে?</p> <p>  উত্তর : যকৃৎ ও পেশিতে।</p> <p>১৪।     ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে কিসের পরিমাণ নিয়ন্ত্রণ করে?</p> <p>  উত্তর : গ্লুকোজের।</p> <p>১৮।     নিউক্লিয়িক এসিড কত প্রকার?</p> <p>  উত্তর : দুই প্রকার।</p> <p> </p>