<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত কয়েক দিনের টানা অস্থিরতার পর অবশেষে পোশাকশিল্প এলাকায় স্বস্তি ফিরেছে। গতকাল বুধবার বেশির ভাগ কারখানা চালু করা হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ফলে কারখানায় উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। গত মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলন ছেড়ে কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে আশুলিয়া এলাকার ১৪টি পোশাক কারখানা বন্ধ রয়েছে এবং পাঁচটি কারখানায় আর্থিক কারণে সাধারণ ছুটি রয়েছে। শিল্প মালিক, বিজিএমইএ নেতা ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যদিকে গতকাল গাজীপুরে চাকরির দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেখানে ৬০টি কারখানায় গতকাল ছুটি ছিল।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে ২০২৩ সালের ডিসেম্বরে যে নতুন মজুরিকাঠামো ঘোষণা দেওয়া হয়, সেটি এখনো সব কারখানায় বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় আবার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়ায় শিল্প মালিকদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গার্মেন্টসশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৩ সালের মজুরিকাঠামোই এখনো বাস্তবায়ন করা যায়নি। নতুন মজুরি বাস্তবায়ন করতে না পারায় গত কয়েক মাসে বন্ধ হয়ে গেছে ২০৬টি কারখানা। পাঁচ শতাধিক কারখানা এখনো গত বছরের মজুরিকাঠামো বাস্তবায়ন করতে পারেনি। বিগত সরকার নির্বাচনের আগে আমাদের ওপর ওই মজুরিকাঠামো চাপিয়ে দিয়েছিল। চাপিয়ে দেওয়া সেই মজুরিকাঠামো এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তাহলে আবার নতুন মজুরি বোর্ড গঠনের প্রসঙ্গ কেন আসবে। এ ছাড়া মজুরি বোর্ড গঠন হয় পাঁচ বছর পর পর। এখনো এক বছরই হলো না, কিভাবে আবার নতুন মজুরি বোর্ড গঠন হবে! এসব বিষয় নিয়ে আমরা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বসব। আমরা তাঁর কাছে সময় চেয়েছি। আগামী সপ্তাহে সময় নিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে আমাদের এসব বিষয় নিয়ে কথা বলব এবং মজুরি বোর্ড নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার একটি সঠিক সমাধান করতে পারব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে রাকিব বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মঙ্গলবারের বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে যেগুলো আমাদের পক্ষে মানার মতো সেগুলো আমরা মেনেছি, যেগুলো মানার মতো নয়, সেগুলো মানা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু শ্রমিকদের বেশির ভাগ দাবি আমরা মেনে নিয়েছি, তাই শ্রমিকরা কাজে ফিরেছে এবং গতকাল বুধবার শিল্প এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ছিল। তবে সাত-আটটি কারখানায় বকেয়া বেতনসহ কিছু ইস্যুতে ঝামেলা ছিল, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজীপুরে ৬০ কারখানায় ছুটি </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  জানান, গতকালও চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বেশ কয়েকটি স্থানে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবরোধের কারণে গতকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আশুলিয়ায় বন্ধ ৫৫ কারখানা </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৫৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ৪৬টি এবং ৯টি কারখানায় সাধারণ ছুটি। এর বাইরে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোয় স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে গতকাল শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিল্প পুলিশ জানায়, উৎপাদন বন্ধ থাকা কারখানাগুলো মূলত আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাপুর সড়কের দুই পাশে অবস্থিত। গতকাল সকালে অনেক শ্রমিক কাজ করার জন্য এলেও কারখানা বন্ধ পেয়ে তাঁরা বাড়ি ফিরে গেছেন। এ ছাড়া যেসব কারখানা খোলা সেগুলোর মধ্যে কয়েকটি কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। এদিন ৫৫টি কারখানা বন্ধ থাকলেও এর সব কটি কারখানায় সমস্যা রয়েছে, ব্যাপারটি এমন নয়। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের ধাওয়া-পাল্টাধাওয়া</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর জানান, গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গতকাল বিএনপির অঙ্গসংগঠন যুবদল নেতাকর্মীদের সঙ্গে কৃষক দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা প্রায় আধাঘণ্টাব্যাপী দেশি অস্ত্র উঁচিয়ে মহড়া দেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুই নম্বর সিঅ্যান্ডবি (মাওনা চৌরাস্তা দক্ষিণ পাশে) এলাকায় এসকিউ শিল্প গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড (সোয়েটার) কারখানার সামনে এই ঘটনা ঘটে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে ২০ থেকে ২৫ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম পলাশ কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি বৈধভাবে কারখানা থেকে ঝুট বের করতে গিয়েছিলাম। কিন্তু গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালামের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন লোক হামলা চালায়। তারা পর পর ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে বেশির ভাগই ছিল ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে অভিযোগ অস্বীকার করে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি সকাল ৬টায় ঢাকায় চলে আসছি। আমি ঢাকায় আছি। আমি এসবের কিছুই জানি না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p> </p> <p> </p>