<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝাঁ চকচকে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম অভিষেকের প্রহর গুনছে। নতুন এই স্টেডিয়াম নির্মাণের পর আজ সেখানে ফ্লাডলাইটের ঝাঁজালো আলোর নিচে প্রথম আন্তর্জাতিক ম্যাচের লড়াই হবে। ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ালিয়রের এই স্টেডিয়ামের মতো টি-টোয়েন্টিতে নতুন শুরু হচ্ছে স্বাগতিক-সফরকারী দুই দলেরই। এই সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর বার্তা দিয়ে রেখেছেন নাজমুল হোসেন। তবে সিরিজ জয়ের লক্ষ্য থেকে দৃষ্টি সরাচ্ছে না বাংলাদেশ। গতকাল দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ও তেমনটাই বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশ্যই আমরা জেতার জন্য খেলব। আমাদের লক্ষ্য সিরিজ জয়ের, ভালো খেলার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শক্তিমত্তা বা পরিসংখ্যান, ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে মুখোমুখি ১৪ দেখায় মাত্র একবার হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন মাহমুদ উল্লাহরা। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে দিল্লি যাওয়ার আগে আজ গোয়ালিয়রে ২০১৯ সালে দিল্লির সেই স্মৃতি ফেরানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যদিও সে দলের অনেকেই এখন নেই, কেউ খেলা ছেড়েছেন, কেউ বাদ পড়েছেন পড়তি ফর্মের কারণে। তাঁদের এই অনুপস্থিতিও দলের অভিজ্ঞতার ভাণ্ডারে ঘাটতি দেখা দেবে না বলে মনে করেন তাওহিদ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসলে টি-টোয়েন্টিতে বড় দল বা ছোট  দল বলে কিছু নেই। যারা ভালো করবে তারাই জিতবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের ক্ষেত্রে নতুন শুরু বলা হলেও এই সিরিজে যাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতার দিক থেকে তাদের চেয়ে বেশ এগিয়েই থাকবেন মাহমুদ-নাজমুলরা। টি-টোয়েন্টিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের অধ্যায় থেমে যাওয়ায় আইপিএলে পারফরম করা তরুণদের ওপর আস্থা রেখেছে ভারত। এদিকে বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারের এই সংস্করণে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, কারো বা একাধিক। এই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার ভারতের মাটিতে অধরা সিরিজ জয়ের স্বপ্নের কথা শোনালেন তাওহিদ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই সুযোগ কাজে লাগাতে খেলোয়াড়রা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই ভারতে গেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ টেস্ট দল যখন চেন্নাই আর কানপুরে ব্যস্ত ছিল, তখন বাইরে থাকা টি-টোয়েন্টি দলের খেলোয়াড়রা মিরপুরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। স্থানীয় কোচদের সঙ্গে প্রতিপক্ষ ও নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছেন। ফ্লাডলাইটের আলোয় নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মাহমুদরা। সিরিজ শুরুর প্রাক্কালে প্রস্তুতি নিয়ে তাই স্বস্তি তাওহিদের কণ্ঠে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি, আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি, ভালো করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> একই সঙ্গে এটাও জোর দিয়ে বলে রাখছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সিরিজ জয়ের জন্য খেলব। ছেলেরা সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটাই করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>