<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একদিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন। আরেকদিকে স্টেডিয়ামের বাইরে সাকিব আল হাসানের ভক্তদের ভাষায় তাদের লং মার্চ। শান্তিপূর্ণ লং মার্চই একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। যেখানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিববিরোধী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দের অতর্কিত হামলার শিকার হয় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবিয়ান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যানারে আন্দোলনে আসা ভক্তরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিন পূর্ব ঘোষণা অনুযায়ীই দুপুরের পর স্টেডিয়ামের মূল গেটের দিকে যেতে চেয়েছিল সাকিবের ভক্তরা। অনুশীলন শেষ করে এই পথ দিয়েই সফরকারী দক্ষিণ আফ্রিকা দল বের হবে বলে বিশৃঙ্খলা এড়াতে সেখানে সাকিবভক্তদের সামনে বাধা হয়ে দাঁড়ান পুলিশ ও  সেনাবাহিনীর সদস্যরা। উপায় না পেয়ে একাডেমি ভবনসংলগ্ন এক নম্বর গেটের দিকে আন্দোলন অব্যাহত রাখে সাকিবভক্তরা। তাদের দাবি, সাকিবকে দেশে বিদায়ি টেস্ট খেলার সুযোগ করে দিতে হবে। তারা স্লোগান দিতে থাকে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবং </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দেশের জন্য অনেক সম্মান বয়ে আনা তারকা ক্রিকেটারকে ঘরের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তাঁর ভক্তরা গলা ফাটিয়ে চলার একপর্যায়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদেরও পদত্যাগ দাবি করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বিসিবি বরাবর চার দফা দাবি দিয়েছিল তারা। দাবি মেনে  নেওয়ার জন্য গতকাল দুপুর ৩টা পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।  ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ার কারণেই মূলত মিরপুর অভিমুখে রওনা হয় তারা। কিছু সময় আন্দোলনের পর হঠাৎ করেই ৮-১০ জনের একটি দল হামলা করে সাকিবিয়ানদের ওপর। বাঁশ ও লাঠি নিয়ে কয়েকজন লোক এসে তাদের মারতে শুরু করে। হামলার পর সাকিবভক্তরা স্টেডিয়ামের দুই নম্বর মোড়ের দিকে যেতে চাইলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের প্রতিহত করে বিপরীত দিক দিয়ে ধাওয়া দেয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবের নারীভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরও ধাওয়া দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ ব্যাপারে জানতে চাইলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজি হননি। রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার কারণে এক সাকিবভক্তকে আটকও করেছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে দ্রুতই তাকে ছেড়ে দেওয়া হবে বলে গতকাল সন্ধ্যায় জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা।</span></span></span></span></p>