আইসিসিবিতে নির্মাণপণ্যের মেলা ২০ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আইসিসিবিতে নির্মাণপণ্যের মেলা ২০ জুন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২০ জুন শুরু হচ্ছে নির্মাণ ও গৃহসজ্জা শিল্প পণ্যের দুটি আন্তর্জাতিক মেলা। পঞ্চম ‘বাংলাদেশ বিল্ডকন-২০১৯’ এবং ‘জেড প্রেজেন্টস বাংলাদেশ উড-২০১৯’ নামের তিন দিনব্যাপী মেলা দুটি চলবে ২২ জুন পর্যন্ত।

গতকাল কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড মেলা দুটির আয়োজনের বিষয়ে বিস্তারিত জানায়।

এতে উপস্থিত ছিলেন জেট হোল্ডিংসের এজিএম মো. তাজুল ইসলাম, উড টেক সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইমুল হোসেন খান, আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের পরিচালক নন্দ গোপাল কে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভুঁইয়া।

আয়োজকরা জানান, আইসিসিবির ১, ২, ২ এবং ৩ নম্বর হলজুড়ে মেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে বাংলাদেশসহ মোট ১০টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান তিন হাজারেরও বেশি পণ্য প্রদর্শন করবে। যেখানে নির্মাণ শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য, ইকুইপমেন্ট, মেশিনারি এবং প্রযুক্তি তুলে ধরা হবে।

এ ছাড়া কাঠ ও আসবাবশিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে এই সংশ্লিষ্ট মেশিনারি হার্ডওয়্যার অ্যান্ড টুলস, ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাঢেসিভসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে। নন্দ গোপাল কে জানান, বাংলাদেশের নির্মাণ এবং আসবাবশিল্পকে আরো আধুনিকীকরণ এবং এর উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে সক্ষম করতেই এই আয়োজন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর
আইবিএ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান আইবিএ অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া ১০ জন সদস্যকে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

জিপিএইচ ইস্পাত : জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবারের মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। জিপিএইচের ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এর মধ্যে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। বিভাগীয় পর্যায়ে ১৮ জনকে বীরপ্রতাপ উপাধি দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

মার্কেন্টাইল ব্যাংক : চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৫৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন। এ সময় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মতিউল হাসান। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মেজবাহ উদ্দীন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

যমুনা অয়েল : যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ৫৩০তম বোর্ড অনুষ্ঠিত হয়েছে। বোর্ড চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদের সভাপতিত্বে কম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জেওসিএল বোর্ডের পরিচালক ড. নুরুন্নাহার চৌধুরী, মিস কওছার জহুরা, মো. শামসুল আলম ভূঁইয়া, কবির মাহমুদ, মিস অনিকা চৌধুরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ ইকবাল

শেয়ার
ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ ইকবাল

শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইকবাল। এর আগে ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৮ বছরের কর্মজীবনে তাঁর অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকরির অভিজ্ঞতা রয়েছে। মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম (ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ