বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি ও বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, পোশাকের পর স্বর্ণশিল্পই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আর এই অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি সায়েম সোবহান আনভীর। ‘আমরা যে গোল্ডবার রিফাইনিংয়ে যাব, সেখানে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। আমরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাব।
মতবিনিময়সভায় ডা. দিলীপ
বাজুস স্বর্ণ ব্যবসায় ঐতিহ্য ফেরাবে
মানিকগঞ্জ প্রতিনিধি

বাজুস মানিকগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট হাজি আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিধান মালাকার (সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্ট), মো. রিপনুল হাসান (কার্যকরী সদস্য ও সদস্য প্রমুখ।
সম্পর্কিত খবর

করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর অধীনে সমপ্রতি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ৬৮ জন নারী উদ্যোক্তা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজনেস লিডাররা। সংবাদ বিজ্ঞপ্তি
।
অর্থ আত্মসাতের অভিযোগ
মার্সেলের ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মার্সেলের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন গাজীপুর সদর থানার ভবানীপুরে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর পুষ্প ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী অজয় কুমার সাহা। টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্সেলের সৎ এবং ভালো ডিস্ট্রিবিউটররা। অর্থ আত্মসাতের কূটকৌশল হিসেবে অজয় কুমার সাহাসহ আরো একজন ডিস্ট্রিবিউটর গাজীপুর জেলায় সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করলে আদালত শুনানি নিয়ে অভিযোগের ভিত্তি নেই মর্মে মামলা দুটি খারিজ করে দেন। দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ এবং নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে আসছেন মার্সেলের সৎ ডিস্ট্রিবিউটররা।