<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্র্যাক ব্যাংক তাদের নন-এক্সিউটিভ সহকর্মীদের জন্য কর্মক্ষেত্রে সঠিক দৃষ্টিশক্তি নিশ্চিত করতে তিন দিনব্যাপী চক্ষু পরীক্ষা (আই-স্ক্রিনিং) কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই আই-স্ক্রিনিং প্রগ্রামের আয়োজন করা হয়। করপোরেট খাতে এমন উদ্যোগ কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বিকাশের সংস্কৃতি লালনে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। উদ্যোগটি স্বাস্থ্য খাতে ব্যাংকের ফ্ল্যাগশিপ করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অপরাজেয় আমি</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">-এর অংশ হিসেবে নেওয়া হয়েছে। আই-স্ক্রিনিং করা ব্যাংকটির প্রায় ৪৯% নন-এক্সিকিউটিভ সহকর্মী</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাড়িচালক, নিরাপত্তাকর্মী, অফিস সহকারী এবং পরিচ্ছন্নতাকর্মীদেরই চশমার প্রয়োজন রয়েছে। চক্ষুসেবার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি নিয়ে ব্যাংকটির নন-এক্সিউকিউটিভ সহকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরীক্ষা শেষে অভিজ্ঞ অপ্টোমেট্রিস্টের পরামর্শে বিনা মূল্যে চশমাও দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p> </p>