<p>আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের কাজের জন্য বিশ্বের সেরা ২৫টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। মেটলাইফের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মিশেল খালাফ বলেন, ‘এই তালিকায় মেটলাইফের স্থান করে নেওয়াটা আমাদের কর্মীদের অবদানের জন্যই সম্ভব হয়েছে। তাঁরা প্রতিদিন তাঁদের কাজ এবং নিষ্ঠার মাধ্যমে আমাদের লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দেন সবার জন্য।’ তিনি বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক কর্মস্থল তৈরি করতে ধারাবাহিক সাফল্যের জন্য স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের। যেখানে প্রত্যেক কর্মী নিজেদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সক্ষম হন।’ ফরচুনের সেরা ২৫টি কর্মক্ষেত্রের তালিকা তৈরি করা হয়েছে ৭০ লাখের বেশি জরিপের ওপর ভিত্তি করে, যা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী দুই কোটি কর্মীর কাজের অভিজ্ঞতাকে তুলে ধরে। প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়েছে তাদের কর্মস্থল উন্নয়নের প্রচেষ্টা এবং বিভিন্ন দেশের মানুষের ও সম্প্রদায়ের ওপর ইতিবাচক প্রভাব তৈরির সক্ষমতার ওপর ভিত্তি করে।</p> <p> </p>