ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

আয়কর নথিতে দেখাতে হবে ঈদের খরচ : এনবিআর

  • করদাতাদের প্রকৃত আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখাই উদ্দেশ্য
  • তবে সম্পদ বিবরণী দাখিলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আয়কর নথিতে দেখাতে হবে ঈদের খরচ : এনবিআর

ঈদ উপলক্ষে করদাতারা অনেক টাকা খরচ করলেও তা আয়কর নথিতে উল্লেখ করেন না। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, আয়কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল হিসেবে এসব ব্যয়ের টাকা আয়কর নথিতে অন্তর্ভুক্ত করা হোক।

এনবিআর বলছে, করদাতাদের ঈদসহ সব ব্যয়ের তথ্য দেওয়া উচিত। কারণ কোনো অসংগতি ধরা পড়লে করদাতাকে এর ব্যাখ্যা দিতে হতে পারে।

এ থেকে বাঁচতে ঈদ উৎসবে কেনাকাটা, উপহার কিংবা ভ্রমণের খরচ কত তা আয়কর নথিতে অন্তর্ভুক্ত করতে হবে। যাঁদের বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকার বেশি, তাঁদের জীবনযাত্রার ব্যয় বিবরণীতে ঈদের খরচও অন্তর্ভুক্ত করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় আইটি-১০ বি ফরমে জীবনযাত্রার তথ্য দিতে হয়। এর ৭ নম্বর সারণিতে উৎসবজনিত ব্যয় দেখানোর বাধ্যবাধকতা আছে।

বিশেষ করে অভিজাত বিপণিবিতানে কেনাকাটা, ঈদ উপহার বা ভ্রমণের ব্যয় কর কর্মকর্তারা খতিয়ে দেখছেন।

আয়কর নথিতে জীবনযাত্রার খরচ দেখানো বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য হলো করদাতাদের প্রকৃত আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখা। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আয়কর বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, অনেক সময় দেখা যায় আয় কম কিন্তু জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। এই ব্যবধান যাচাই করতে এনবিআর জীবনযাত্রার ব্যয় বিবরণী চায়।

বিশেষ করে যাঁরা ব্যয়বহুল পোশাক কেনেন, বিদেশ ভ্রমণ করেন কিংবা ঈদে লাখ টাকার কেনাকাটা করেন, তাঁদের আয়ের সঙ্গে ব্যয়ের মিল আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশনা রয়েছে।

সাধারণত জীবযাত্রার ব্যয় বিবরণীতে সাত ধরনের তথ্য দিতে হয়। এর মধ্যে রয়েছেসংসার খরচ : পরিবারের মাসিক খরচ ও ভরণ-পোষণের তথ্য। আবাসন ব্যয় : নিজস্ব বা ভাড়া বাসার তথ্য, ভাড়া ও রক্ষণাবেক্ষণ ব্যয়। যানবাহন খরচ : গাড়ির চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ।

পরিষেবা বিল : বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন বিল। শিক্ষা ব্যয় : সন্তানদের পড়াশোনার খরচ। ভ্রমণ ব্যয় : দেশে বা বিদেশে ঈদ ভ্রমণের খরচ। উৎসবজনিত ব্যয় : ঈদের কেনাকাটা ও উপহার বাবদ ব্যয়।

যাঁদের বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকার বেশি, তাঁদের জীবনযাত্রার খরচ দেখাতে হয়। তবে সম্পদ বিবরণী দাখিলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। এসব শর্ত পূরণ করলে সম্পদের বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। শর্তগুলোর মধ্যে রয়েছে যদি কারো মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হয়, যদি কেউ ব্যক্তিগত গাড়ির মালিক হন, যদি কেউ অ্যাপার্টমেন্ট বা বাড়ির মালিক হন, যদি কেউ শেয়ারবাজারে তালিকাভুক্ত কম্পানির শেয়ারহোল্ডার হন, যদি কেউ সরকারি কর্মকর্তা হন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

এফএসআইবি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া। এ সময় ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মো. সিরাজুল ইসলামসহ অন্যরা।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/04.April/09-04-2025/2/kalerkantho-ib-7a.jpg

পূবালী ব্যাংক : ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস দিয়েছে পূবালী ব্যাংক। এ উপলক্ষে আইইউটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/04.April/09-04-2025/2/kalerkantho-ib-7a.jpg

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর ইন ব্যাংক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও আইবিটিআরএর প্রিন্সিপাল খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুন

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশ থেকে চা আলু ও ফল নিতে চায় সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ থেকে চা আলু ও ফল নিতে চায় সিঙ্গাপুর

সিঙ্গাপুরের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে চা, আলু, মৌসুমি ফল ও হিমায়িত মাছ আমদানির আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহবান জানান। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, সিঙ্গাপুরে মৌসুমি ফলের চাহিদা রয়েছে।

চাহিদা পূরণে তাঁরা বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ করেন। এদিকে গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালার নেতৃত্বে এক ব্যবসায়ী প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ