ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মার্সেলের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন গাজীপুর সদর থানার ভবানীপুরে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর পুষ্প ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী অজয় কুমার সাহা। টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্সেলের সৎ এবং ভালো ডিস্ট্রিবিউটররা। অর্থ আত্মসাতের কূটকৌশল হিসেবে অজয় কুমার সাহাসহ আরো একজন ডিস্ট্রিবিউটর গাজীপুর জেলায় সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করলে আদালত শুনানি নিয়ে অভিযোগের ভিত্তি নেই মর্মে মামলা দুটি খারিজ করে দেন। দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ এবং নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে আসছেন মার্সেলের সৎ ডিস্ট্রিবিউটররা।