<p><strong>নামাজে আরবি নিয়ত পড়া কি বাধ্যতামূলক?</strong></p> <p>প্রশ্ন : আমাদের মুরব্বিরা নামাজে আরবিতে নিয়ত পড়েন। আমাদেরও আরবিতে নিয়ত পড়ার জন্য উৎসাহ দেন। অনেকে বলেন, আরবিতে তাঁরা যে নিয়ত পড়েন, সেভাবে না পড়লে নিয়ত হবে না। আমার প্রশ্ন হলো, নামাজে দাঁড়ানোর সময় আরবিতে নিয়ত পড়া কি আসলেই বাধ্যতামূলক? দয়া করে জানাবেন।   </p> <p>এনামুল হক, কুমিল্লা</p> <p>উত্তর : অন্তরের সংকল্পকেই নিয়ত বলা হয়। তাই নামাজের সময় অন্তরে ওই নামাজের নিয়ত থাকাই যথেষ্ট। আরবি বা বাংলা কোনো ভাষায়ই মৌখিক উচ্চারণের প্রয়োজন নেই। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৪০)</p>