<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলনে বিভিন্ন জেলায় ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের নামে মামলা দায়ের হচ্ছে প্রতিদিনই। গতকাল বুধবার ও গত মঙ্গলবার রাতে গাজীপুর ও বগুড়ায় আরো দুটি হত্যা মামলা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বিরুদ্ধে। কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span> </span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর : সাবেক</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের ১৫৫ নেতাকর্মীর নামে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ২০ জুলাই নিহত নজরুল ইসলামের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয়ের আরো ২০০ জনকে আসামি করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলায় আরো আসামি হিসেবে আছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আ ক ম মোজাম্মেল হক, সাবেক এমপি জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, রুমানা আলী টুসি, আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : ছাত্র</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আন্দোলন চলাকালে ৪ আগস্ট শহরের ঝাউতলা এলাকায় দরজি শ্রমিক মো. শিমুল (৩৫) নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ৪০০ জনকে। মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত শিমুলের স্ত্রী শিমু বেগম।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুর : বৈষম্যবিরোধী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাত্র আন্দোলন চলাকালে শেরপুরে কলেজছাত্র শারদুল শাহরিয়ার আশীষ সৌরভ হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার এজাহারে ৮৭ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এতে সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানু এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও তাঁর দুই ভাই, শেরপুর-নকলা-নালিতাবাড়ী পৌরসভার দুই মেয়র, নকলা ও নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যানের নামও রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভৈরব  (কিশোরগঞ্জ) : বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন কমলপুর গ্রামের আলম সরকার। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। আসামীর তালিকায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক  আতিক আহমেদ সৌরভসহ ১৪০ জনের নাম উল্লেখ করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর : সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, ভাগ্নে তূর্য বিশ্বাস, সহযোগী আমাম হোসেন মিলুসহ ১৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল মেহেরপুরের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। বাগাতিপাড়া (নাটোর) : জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলসহ আওয়ামী লীগের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ে আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে আ. সালাম বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায়  মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা বিভিন্ন সময় হত্যার উদ্দেশ্যে মারপিট, জখম, প্রাণনাশের হুমকি দিত। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্গাপুর (নেত্রকোনা) : সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে ১৯০৮ সনের বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ ছাড়া এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০০-২৫০ জনকে আসামি করে এ মামলা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। এবার বিএনপি নেতার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। এ নিয়ে গত ছয় দিনে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হলো। মামলায় ১৬৮ জনের নাম উল্লেখ করে আরো এক থেকে দেড় শ ব্যক্তিকে আসামি করা হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভালুকা (ময়মনসিংহ): সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থপতি আলী হোসেনসহ ৫২ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নূর মোহাম্মদ সিদ্দিকী টিপু বাদী হয়ে গতকাল বুধবার ময়মনসিংহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেন।</span></span></span></span></p> <p> </p>